২ বছর বয়সেই কোটি টাকার মালিক তৈমুর! জেনে নিন তার সম্পত্তির পরিমাণ
Last Updated:
advertisement
1/7

• আজ তার ২ বছরের জন্মদিন ৷ বার্থডে সেলিব্রেট করতে বাবা-মায়ের সঙ্গে সাউথ আফ্রিকায় বেড়াতে গিয়েছে সে ৷ সেখানে থেকেও কিন্তু একের পর ছবিতে ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায় ৷ হবে নাই বা কেন? এই মুহূর্তে সে-ই তো দেশের সর্ব কনিষ্ঠ সুপারস্টার ৷
advertisement
2/7
• এই বয়সেই তাবড় তাবড় সেলিব্রিটিকে জনপ্রিয়তায় হার মানিয়ে দেয় সে ৷ শুধু কী তাই? মাত্র দু’বছরেই কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সে ৷ দেখে নিন ইতিমধ্যেই কী কী সম্পত্তি রয়েছে তার ৷
advertisement
3/7
• ভোপালের পতৌদি প্যালেসটির মালিক নাকি তৈমুর ৷ প্রায় ৮০০ কোটি টাকার সম্পত্তি এই রয়্যাল প্যালেসটি ৷ সাবালক হওয়ার পর এই সম্পত্তি হাতে পাবে তৈমুর ৷
advertisement
4/7
• ওই প্যালাসে রয়েছে ১৫০টি সাধারণ রুম, ৭টি গ্র্যান্ড বেডরুম, ৭টি গ্র্যান্ড ড্রেসিং রুম এবং ৭টি বিলিয়ার্ড রুম রয়েছে ৷
advertisement
5/7
• এছাড়াও জন্মদিনে বাবা সইফ আলি খানের থেকে ১.৩০ কোটি টাকার একটি কমলা রঙের মার্সিডিজ ৷ তবে সেটি সত্যি নয়, খেলনা গাড়ি ৷
advertisement
6/7
• জানা যায়, তৈমুর নাকি তার প্রথম জন্মদিনে একটি আস্ত জঙ্গল উপহার পেয়েছিল ৷ সেটা নাকি তাকে উপহার দিয়েছিল সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিবেকর ৷
advertisement
7/7
• ‘কফি উইথ করণ’-এ এসে সইফ বলেছিলেন তৈমুরের প্রতিটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে নাকি ১৫০০ টাকা করে নেওয়া হয় ৷ এবার ভাবুন তো রোজ তৈমুরের কত ছবি আপলোড হয়?