TRENDING:

দিব্যা ভাটনাগরের প্রয়াণের পরেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাইরাল, গৃহস্থ হিংসায় অভিযুক্ত স্বামী

Last Updated:
আলমারি থেকে উদ্ধার নথিতে জানতে পারা গিয়েছে স্বামী মারধর করতেন দিব্যাকে
advertisement
1/7
দিব্যা ভাটনাগরের প্রয়াণের পরেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাইরাল
বিগত বেশ কিছুদিন ধরে অভিনেত্রী দিব্যা ভাটনাগরের প্রয়াণের খবরে গোটা ইন্ডাস্ট্রির মন খারাপের খবর সবাইকে কাহিল করেছে ৷ করোনা আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছিলেন দিব্যা ভাটনাগর ৷ একই সঙ্গে নিউমোনিয়াও হয়েছিল ৷ দিব্যা বিগত কিছুদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন দিব্যা ৷ এরপরেই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন ৷ দিব্যার মৃত্যুর পরেই তাঁর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে এসেছে ৷ জানতে পারা গিয়েছে তাঁর স্বামী গগন গাব্রু নাকি তাঁর স্ত্রীর উপরে নির্যাতন করতেন ৷ বাড়ির লোকেদের সঙ্গে দেবলীনা ভট্টাচার্য মারপিটের অভিযোগ করেছেন ৷ বিয়ের ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ @divyabhatnagarofficial/Instagram.
advertisement
2/7
দিব্যা অনেক আগেই ইনস্টাগ্রামে তাঁর বিয়ের ছবি শেয়ার করেছিলেন ৷ গত বছর ডিসেম্বরে বিয়ে করেছিলেন তিনি ৷ পরিবারের অমতেই এই বিয়ে তিনি করেছিলেন ৷ এই বিষয়ে তাঁর স্বামী গগন গাব্রু আগেই জানিয়েছিলেন ৷ @divyabhatnagarofficial/Instagram.
advertisement
3/7
মিডিয়া সূত্রে খবর দিব্যা ও গগন একে অপরকে ডেট করেছেন ৷ এরপরেই তিনি গগনকে নিয়ে মুম্বই গিয়েছিলেন ৷ জানতে পারা গিয়েছে দিব্যার বিয়েতে বেশ কম মানুষই অংশগ্রহণ করতে পেরেছিলেন ৷ @divyabhatnagarofficial/Instagram.
advertisement
4/7
বিগত দিনে দেবলীনা ভট্টাচার্যের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে সমস্ত প্রকাশ্যে এনেছিলেন ৷ ঠিক এরপরেই জানতে পারা গিয়েছে দিব্যার স্বামী গগনের বিরুদ্ধে স্ত্রীর উপরে করা অত্যাচারের কাহিনি প্রকাশ্যে এনেছেন ৷ ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সবাইকে জানিয়ে দেবার বিষয়ে হুমকি দিয়েছিলেন ৷ @divyabhatnagarofficial/Instagram.
advertisement
5/7
ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে দিব্যার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বিষয়েও অভিযোগ করেন তিনি ৷ জানতে পারা গিয়েছে এর আগে গগন জেল খেটেছেন ৷ @divyabhatnagarofficial/Instagram.
advertisement
6/7
এছাড়াও দিব্যার ভাইও গগন সম্পর্কে বেশ কিছু অভিযোগ করেছেন যা দেখে রীতিমত চমকে যেতে হয় ৷ দিব্যার ভাই নিয়ে বিষয়টি এমন ভাবে খোলসা করেছেন যা রীতিমত চমকে দেবে সবাইকে ৷ @divyabhatnagarofficial/Instagram.
advertisement
7/7
দিব্যার ভাই জানিয়েছেন বিয়ের পর থেকে গগন দিব্যার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেছিলেন ৷ গত ৭ নভেম্বরে একটি নোট লিখেছিলেন যাতে জানতে পারা গিয়েছে স্বমী গগন দিব্যার সঙ্গে দুর্ব্যবহার করতেন সঙ্গে সঙ্গে চলত গালিগালাজও ৷ আলমারি থেকে উদ্ধার নথিতেই সমস্ত বিষয়টি প্রকাশ্যে এসেছে ৷ @divyabhatnagarofficial/Instagram.
বাংলা খবর/ছবি/বিনোদন/
দিব্যা ভাটনাগরের প্রয়াণের পরেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাইরাল, গৃহস্থ হিংসায় অভিযুক্ত স্বামী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল