TRENDING:

দীপবীরের রিসেপশন: রাজকীয় লুকে ধরা দিলেন রণবীর-দীপিকা

Last Updated:
advertisement
1/11
দীপবীরের রিসেপশন: রাজকীয় লুকে ধরা দিলেন রণবীর-দীপিকা
পারিবারিক আত্মীয়দের নিয়েই লেক কোমোয় ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন দীপিকা-রণবীর। বিদেশের মাটিতে যতই প্রেম পরিণতি পাক না কেন, নিজের শহরকে কি কখনও ভোলা যায়? তাই তো বিয়ের প্রথম রিসেপশনের জন্য বেঙ্গালুরুকেই বেছে নিলেন দীপবীর (Image: Special Arrangement)
advertisement
2/11
বিয়ের প্রথম রিসেপশনের জন্য বেছে নেওয়া হয় বেঙ্গালুরুর লীলা প্যালেস৷ বুধবার সন্ধে আটটা নাগাদ স্ত্রীর হাত ধরে পার্টিতে দেখা যায় রণবীরকে৷ (Image: AP)
advertisement
3/11
সোনালি রঙের শাড়িতে একেবারে ঐতিহ্যবাহী সাজে দেখা গিয়েছে দীপিকাকে৷ পাশে কালো শেরওয়ানিতে রণবীর সিং হাজির রাজার বেশে। (Image: AP)
advertisement
4/11
নবদম্পতির বিয়ের ছবি এই মুহূর্তে ভাইরাল ওয়েব দুনিয়ায়। রিসেপশনের ছবি প্রকাশ্য আসতেই আবারও নেটিজেনরা মুগ্ধ হয়ে গিয়েছেন (Image: Special Arrangement)
advertisement
5/11
রিসেপশনে মায়ের দেওয়া শাড়ি পরেন দীপিকা আর রণবীরের শেরওয়ানি ডিজাইন করেছিলেন রোহিত বল। (Image: AP)
advertisement
6/11
রিসেপশনের বসার জায়গায় দীপিকার হাত ধরেই পোজ দেন রণবীর। (Image: AP)
advertisement
7/11
নবদম্পতিরা যেমন ছবি তোলেন, তেমনই পোজ দিয়ে ছবি তলেন তাঁরা। অফস্ক্রিনেও দীপ-বীরের জমজমাট কেমিস্ট্রি দেখা যাচ্ছিল। (Image: AP)
advertisement
8/11
শাড়ির আঁচল নিয়ে একটু সমস্যায় পড়েন দীপিকা। মুহূর্তের মধ্যে সব কেতাদুরস্ত ভাব কাটিয়ে ভুলে এগিয়ে আসেন রণবীর। ঠিক করে দেন দীপিকার শাড়ির আঁচল। (Image: AP)
advertisement
9/11
বেঙ্গালুরুর লীলা প্যালেসে ২১ নভেম্বর এই রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। রিসেপশনে উপস্থিত ছিলেন অনিল কুম্বলে, পি ভি সিন্ধুর মতো তারকারা। (Image: Special Arrangement)
advertisement
10/11
শাড়ি সামলে নেওয়ার পর দীপিকার সেই হাসি। মুগ্ধ হলেন রণবীরও। (Image: AP)
advertisement
11/11
১৪ ও ১৫ নভেম্বর কোঙ্কনি ও সিন্ধি রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং। (Image: AP)
বাংলা খবর/ছবি/বিনোদন/
দীপবীরের রিসেপশন: রাজকীয় লুকে ধরা দিলেন রণবীর-দীপিকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল