TRENDING:

পর্দার প্রেম গড়িয়ে ছিল বাস্তবের বিয়েতে, মিলেমিশে এক হয়ে যায় এই পাঁচ জুটির রিল-রিয়েল রোম্যান্স

Last Updated:
শের শাহ ছবি করতে গিয়ে প্রেম৷ গত ৭ ফেব্রুয়ারি মহা ধুমধামে বিয়ে করলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী।
advertisement
1/5
পর্দার প্রেম গড়ায় বাস্তব বিয়েতে, মিলেমিশে যায় এই ৫জুটির রিল-রিয়েল রোম্যান্স
'ঢাই অক্ষর প্রেম কে' (২০০০) এবং 'কুছ না কাহো' (২০০৩)-সহ কয়েকটি ছবিতে এই জুটি একসঙ্গে কাজ করেছিল। সূত্রের খবর, অভিষেক বচ্চন তাঁদের ছবি ‘গুরু’ (২০০৭) শেষ হওয়ার পর ঐশ্বর্য্য রাই বচ্চনকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনি তা গ্রহণ করেন। তাঁরা ২০০৭ সালে বিয়ে করেন। তাঁদের একটি কন‍্যা সন্তান রয়েছে-আরাধ্যা বচ্চন।
advertisement
2/5
৬ বছরের প্রেম করে ২০১৮ সালে বিয়ে করেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। তাঁদেরও পছন্দের জায়গা ইতালিই। সে দেশের লোক কোমোতে ১৪ নভেম্বরে সাতপাক ঘুরেছেন। রামলীলা, বাজিরাও মস্তানি এবং পদ্মাবৎ-এ মিলে মিশে একাকার হয়ে গিয়েছে বাস্তব ও পর্দার রোমান্স৷
advertisement
3/5
রণবীর কাপুর এবং আলিয়া ভাট, বলিউডের অন্যতম আলোচিত দম্পতি, ২০২২ সালের এপ্রিলে মাসে বিয়ে করেন, পাঁচ বছরের সম্পর্কের পর। ‘ব্রহ্মাস্ত্র-পার্ট ১’-এর সেটে তাঁদের প্রেমের গল্প শুরু হয়। তাঁরা ২০২২ নভেম্বর মাসে তাঁদের প্রথম সন্তান রাহার জন্ম দেন।
advertisement
4/5
শের শাহ ছবি করতে গিয়ে প্রেম৷ গত ৭ ফেব্রুয়ারি মহা ধুমধামে বিয়ে করলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসের আকাশে বাতাসে মিশে ছিল সানাই আর প্রেমের সুর। বিয়ের পর নিজেরাই তাঁদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেন বর-কনে৷ তার পর মুম্বই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখিও হন বলিউডের নবদম্পতি। প্রেম দিবসে নিজেদের গায়ে হলুদের ছবি পোস্ট করে জীবনের নতুন অধ্যায়ের উদযাপন করলেন নবদম্পতি।
advertisement
5/5
তেরে নাল লভ হো গয়া ছবিতে নজর কেড়েছিল পাওয়ার কাপল রীতেশ জেনেলিয়ার কেমিস্ট্রিও
বাংলা খবর/ছবি/বিনোদন/
পর্দার প্রেম গড়িয়ে ছিল বাস্তবের বিয়েতে, মিলেমিশে এক হয়ে যায় এই পাঁচ জুটির রিল-রিয়েল রোম্যান্স
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল