Katrina Kaif in Netted Saree: নেটের শাড়ি ও ফুলহাতা ব্লাউজে ফ্যাশনের নতুন সংজ্ঞা ক্যাটরিনা কাইফের, দেখুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
নিমেষে ভাইরাল হয়েছে ক্যাটরিনার ফ্যাশন স্টেটমেন্ট (Katrina Kaif in Netted Saree)।
advertisement
1/11

ফ্যাশন নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে বরাবরই পছন্দ করেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি তাঁর শেয়ার করা নতুন ছবিতে তিনি ধরা দিয়েছেন নেটের শাড়ি ও ফুলহাতা ব্লাউজের সাজে (Katrina Kaif in Netted Saree)। নিমেষে ভাইরাল হয়েছে ক্যাটরিনার ফ্যাশন স্টেটমেন্ট (Katrina Kaif in Netted Saree)।
advertisement
2/11
খয়েরি নেটের শাড়ি তার সঙ্গে প্রিন্টেড সিকুইন বর্ডার। শাড়িতে মোহময়ী দেখাচ্ছে নায়িকাকে (Katrina Kaif in Netted Saree)।
advertisement
3/11
ফুলের ছাপের ম্যাচিং ফুলহাতা ব্লাউজ পরেছেন ক্যাটরিনা।
advertisement
4/11
একেবারেই মিনিমাল মেক-আপ করেছেন ক্যাটরিনা। ঝোলা দুল ও ছোট্ট টিপ পরেছেন তিনি।
advertisement
5/11
ফ্লোরাল প্রিন্টের এই লেহেঙ্গাতে নজর কেড়েছেন ক্যাট সুন্দরী।
advertisement
6/11
ফ্লোরাল প্রিন্টের এই লাল শাড়িতে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন নায়িকা।
advertisement
7/11
কালো লেহেঙ্গায় ফ্যাশনিস্তা ক্যাটরিনা।
advertisement
8/11
ফের ফ্লোরাল প্রিন্টের হলুদ শিফনে সেজেছেন নায়িকা।
advertisement
9/11
সব্যসাচীর ডিজাইন করা এই ফুলের ছাপের লেহেঙ্গাতেও নজরকাড়া ক্যাটরিনা।
advertisement
10/11
শাড়ির সঙ্গে পরেছেন বেল্ট। ফ্যাশনের অন্য সংজ্ঞা লিখছেন নায়িকা।
advertisement
11/11
সিকুইন শাড়িতে নজর কেড়েছেন ক্যাটরিনা কাইফ।