Bollywood Upcoming Movies: বলিউড তারকাদের এই ৮ ছবি মুক্তির অপেক্ষায়, দিন জেনে ঠিক করুন আপনি কোনটা দেখবেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বলিউড তারকাদের এই ৮ আসন্ন ছবি (Bollywood Upcoming Movies) শীঘ্রই মুক্তি পাবে। দেখে নিন তালিকায় আপনি কোনটা দেখবেন...
advertisement
1/9

করোনাভাইরাসের কালবেলায় দীর্ঘদিন একেবারেই বন্ধ হয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রি। বলিউডেও বড় থাবা পড়েছিল করোনার। ধীরে ধীরে ছন্দে ফিরেছে বলিউড। বেশ কিছু ছবির শ্যুটিং শেষ করে এবার মুক্তির অপেক্ষা। বেশ কয়েকটি আবার জোরকদমে শ্যুটিং শেষ করছে। বলিউড তারকাদের এই ৮ আসন্ন ছবি (Bollywood Upcoming Movies) শীঘ্রই মুক্তি পাবে। দেখে নিন তালিকায় আপনি কোনটা দেখবেন...
advertisement
2/9
রাবণ লীলা-- স্ক্যাম ১৯৯২ হর্ষদ মেহতা স্টোরি-খ্যাত গুজরাতি অভিনেতা প্রতীক গান্ধি খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন। হিন্দি ফিল্মের দুনিয়ায় তাঁর প্রথম ছবি হতে চলেছে 'রাবণ লীলা'। ১ অক্টোবর ২০২১ এই ছবির মুক্তির কথা রয়েছে।
advertisement
3/9
ভুল ভুলাইয়া ২-- কার্তিক আরিয়ানের বহু প্রতীক্ষিত ছবি। এই ছবিতে দেখা যাবে টাবু ও কিয়ারা আডবানীকেও। এটি একটি হরর কমেডি জরের ছবি। ২০২০ সালে মুক্তির কথা ছিল। তবে করোনার কারণে পিছিয়ে এবার এটি ১৯ নভেম্বর ২০২১-এ মুক্তির অপেক্ষায়।
advertisement
4/9
লাল সিং চাড্ডা-- হলিউডের বিখ্যাত ছবি 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি রিমেক হতে চলেছে লাল সিং চাড্ডা। অভিনয়ে আমির খান ও করিনা কাপুর খান। শোনা যাচ্ছে ২৪ ডিসেম্বর ২০২১-এ মুক্তি পাবে এই ছবিটি।
advertisement
5/9
রাধে শ্যাম-- পোস্টার মুক্তি থেকেই দারুণ সাড়া ফেলেছে প্রভাসের রাধে শ্যাম ছবিটি। সঙ্গে রয়েছেন অভিনেত্রী পূজা হেগড়ে। ২০২২-এর ১৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রাধে শ্যাম-এর।
advertisement
6/9
বচ্চন পান্ডে-- অক্ষয় কুমার, কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ ও আরশাদ ওয়ারসি অভিনীত বচ্চন পান্ডে দর্শকের বহু প্রতীক্ষিত ছবি। এই ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ২৬ জানুয়ারি।
advertisement
7/9
গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি-- সঞ্জয় লীলা বনশালীর পরিচালিত আলিয়া ভাট অভিনীত এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনা প্রথম থেকেই তুঙ্গে। ২০২১-এর জুলাইতেই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে মুক্তি পিছিয়েছে, নতুন দিন এখনও ঘোষণার অপেক্ষা।
advertisement
8/9
জার্সি-- শাহিদ কাপুরের বহু প্রতীক্ষিত ছবি জার্সি। সঙ্গে রয়েছেন ম্রুণাল ঠাকুর। ৫ নভেম্বর ২০২১-এ এই ছবি মুক্তি পাওয়ার কথা।
advertisement
9/9
লুপ লাপেটা-- রান লোলা রান ছবির হিন্দি রিমেক হতে চলেছে এই লুপ লাপেটা ছবিটি। অভিনয়ে তাপসী পান্নু ও তাহির রাজ ভাসিন। ওটিটি-তে মুক্তি পাবে এই ছবি। শোনা গিয়েছে সামনের অক্টোবরেই ছবির মুক্তি।