শেষযাত্রায় বলিউডের সুরকার খৈয়াম, কান্নায় ভাঙলেন ভক্তরা, রইল ছবি
Last Updated:
উল্লেখ্য উমরাও জান ছবিতে প্রথমবার সুর দিয়েছিলেন খৈয়াম৷
advertisement
1/10

প্রখ্যাত সুরকার খৈয়ামের মৃত্যুতে শোকের ছায়া বলিউড জুড়ে৷
advertisement
2/10
খৈয়ামকে শেষযাত্রায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়৷
advertisement
3/10
তাঁকে শেষযাত্রায় সম্মান জানাতে উপস্থিত হন গুলজার, বিশাল ভরদ্বাজ৷
advertisement
4/10
উপস্থিত ছিলেন অভিনেত্রী পুনম ধিলোঁ৷
advertisement
5/10
অনেক বলিউড ছবির জনপ্রিয় গানের সুরকার ছিলেন খৈয়াম৷ তাঁর সুরে নতুন দিশা পায় বলিউড৷
advertisement
6/10
তিনিই প্রথম আশাজিকে দিয়ে গজল গাইয়েছিলেন৷ ছবিটি ছিল উমরাও জান৷ গানটি ছিল ইন আখোঁকি মস্তি...
advertisement
7/10
উল্লেখ্য উমরাও জান ছবিতে প্রথমবার সুর দিয়েছিলেন খৈয়াম৷
advertisement
8/10
সঙ্গীত পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ জাভেদ আখতার। তিনি ট্যুইটে জানান, '' কিংবদন্তী সঙ্গীত পরিচালক, খৈয়াম সাহেব আর নেই। তিনি আমাদের একের পর এক দুর্দান্ত সব গান উপহার দিয়েছেন, কিন্তু তাঁকে অমর করে রাখার জন্য একটা গানই যথেষ্ট... 'ভো সুভা কভি তো আয়েগি...'!'
advertisement
9/10
নিজের কিছু প্রাইভেট অ্যালবাম সোনু গান গেয়েছিলেন খৈয়ামের সুরে৷ খৈয়াম ছিলেন সোনু অনুপ্ররণা৷
advertisement
10/10
অনেক সাধারণ মানুষও গিয়েছিলেন খৈয়ামরে শেষশ্রদ্ধা জানাতে৷ প্রিয় সুরকারের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন ভক্তরা৷