TRENDING:

Bold Actress: ১৪ বছরের কিশোরীকে প্রতারণা করেছিলেন খোদ স্বামী , কোন পরিস্থিতিতে আগুন হয়ে উঠলেন সুন্দরী সিল্ক স্মিতা, দেখুন ফটো

Last Updated:
সিল্ক স্মিতার চরিত্রের সব দিকই দেখা গিয়েছিল৷ এই সিনেমা রিলিজের পর ফের একবার শিরোনামে এসে গিয়েছিলেন সিল্ক স্মিতা (Silk Smitha) ৷
advertisement
1/4
১৪ বছরের কিশোরীকে প্রতারণা করেছিলেন স্বামী,কোন পরিস্থিতিতে আগুন হয়ে উঠলেন সিল্ক
চেন্নাই: সিল্ক স্মিতা (Silk Smitha) তামিল সিনেমার এমন এক অভিনেত্রী যিনি নিজের বোল্ড (Bold) ও গ্ল্যামারাস আন্দাজের জন্য সবসময়েই চর্চায় থাকতেন৷ সিল্কের লাইফের বিষয়ে প্রচুর মানুষ জানতেন৷ আবার বহু মানুষ আছেন যাঁরা এখনও গ্ল্যামারাস সিল্ক স্মিতার বিষয়ে জানতে চান৷ সিল্ক স্মিতার লাইফের আধারেই তৈরি হয়েছিল বলিউডের সুপারহিট ফিল্ম দ্য ডার্টি পিকচার (The Dirty Picture)৷ এই সিনেমায় বলিউডের (Bollywood) সুপারহিট অভিনেত্রী বিদ্যা বালন সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেছিলেন৷ সিনেমায় সিল্ক স্মিতার চরিত্রের সব দিকই দেখা গিয়েছিল৷ এই সিনেমা রিলিজের পর ফের একবার শিরোনামে এসে গিয়েছিলেন সিল্ক স্মিতা (Silk Smitha) ৷ Photo Courtesy- Silk Smita96/ Instagram
advertisement
2/4
সিল্ক স্মিতার (Silk Smitha) জন্ম হয়েছিল ১৯৬০ সালের ডিসেম্বর মাসে৷ অন্ধ্রপ্রদেশের কোবলি গ্রামে হয়েছিল৷ পরিবার হত দরিদ্র ছিল৷ তাঁকে কোনওক্রমে ক্লাস ফোর অবধি পড়ানো হয়েছিল৷ ১৪ বছর হতে হতেই তাঁকে বিয়ে দিয়ে দেয় তাঁর পরিবার৷ কিন্ত তাঁর স্বামীও তাঁর সঙ্গে প্রতারণা করেন৷ তার ফলে স্বামীর ঘর ছেড়ে নিজের দূর সম্পর্কের মাসির বাড়িতে চলে যান৷ কারণ তাঁর নিজের বাড়ি এতটাই দরিদ্র ছিল যে বিয়ে থেকে বেরিয়ে আসা মেয়েকে আবার প্রতিপালন করার সামর্থ্য তাঁদের ছিল না৷ Photo Courtesy- Silk Smita96/ Instagram
advertisement
3/4
সিল্ক এরপর চেন্নাইতে চলে আসেন কিন্তু দিন গুজরান করার জন্য তাঁকে কিছু করতেই হত৷ মাসীই তাঁকে ফিল্ম দুনিয়ারা রাস্তা দেখান৷ তিনি একজন টাচআপ অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন৷ তারপর তিনি ছোটখাটো রোল পেতে শুরু করেন৷ কথিত সিল্ক স্মিতার আসল নাম বিজয়লক্ষ্মী বডলাপটলা ছিল৷ ফিল্মে তাঁর নাম বদলে স্মিতা হয়ে যায়৷ এরপর সিল্ক স্মিতা বন্দিচক্করম ছবিতে বার গার্লের ভূমিকায় অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন৷ তাঁর অভিনয় লোকের এত পছন্দ হয় যে তাঁকে সিল্ক স্মিতা বলতে শুরু করেন৷ এরপর আর তাঁকে পিছনে ফিরে দেখতে হয়নি৷ Photo Courtesy- Silk Smita96/ Instagram
advertisement
4/4
প্রচণ্ড দারিদ্র্যে কেটেছে স্মিতার ছোটবেলা৷ সিল্ক অভিনয় জগতে পা রাখার পর তাঁর বোল্ডনেস এবং সৌন্দর্য্য দর্শকদের মন কেড়ে নেয়৷ লক্ষ লক্ষ দর্শকের নয়নের মণি হয়ে যান৷ সিল্ক ভীষণই স্টাইলিশ এবং সাহসী অভিনেত্রী ছিলেন৷ বিভিন্ন সিনেমায় তিনি অবলীলায় বোল্ড (Bold) দৃশ্যে অভিনয় করতেন৷ Photo Courtesy- Silk Smita96/ Instagram
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bold Actress: ১৪ বছরের কিশোরীকে প্রতারণা করেছিলেন খোদ স্বামী , কোন পরিস্থিতিতে আগুন হয়ে উঠলেন সুন্দরী সিল্ক স্মিতা, দেখুন ফটো
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল