advertisement
1/8

ভারত সিনেমার ফার্স্ট লুক রিলিজ হল রবিবার। ছবির প্রথম লুক ইন্টারনেটে শেয়ার করেছেন নির্মাতারা। (Image: Instagram)
advertisement
2/8
আলি আব্বাস জাফরে পরিচালিত ভারত সিনেমার ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, সবুজ লেহেঙ্গায় ক্যাটরিনার সঙ্গে সলমনের নাচ। সলমন পরেছেন কালো রঙের শেরওয়ানি। (Image: Instagram)
advertisement
3/8
শনিবার পরিচালক আলি আব্বাস জাফর ঘোষণা করেন মালটায় ভারতের শুটিং শিডিউল শেষ হয়েছে । (Image; Instagram)
advertisement
4/8
সলমন এবং আলি আব্বাস জাফর আগেই মালটায় গিয়েছিলেন কিন্তু জানা গেছে মাত্র এক সপ্তাহ আগে ক্যাটরিনা তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ক্যাটরিনা ভারতের সেট থেকে একটা ছবি শেয়ার করেন যা ওই ছবিতে তাঁর ফার্স্ট লুক বলেই মনে করা হয়েছে। (Image: Instagram)
advertisement
5/8
ভারতে একজন স্টান্টম্যানের ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। (Image: Instagram)
advertisement
6/8
দক্ষিণ কোরিয়ার ছবি অড টু মাই ফাদারের হিন্দি রিমেক ভারত, যেখানে সলমান খানকে বিভিন্ন রূপে দেখা যাবে। ১৯৬০ সাল থেকে বর্তমানের সময়কাল পর্যন্ত এই ছবিতে তুলে ধরা হয়েছে। (Image: Instagram)
advertisement
7/8
দিশা পাটানিকে এই ছবিতে একজন ট্রাপিজ শিল্পীর ভূমিকায় দেখা যাবে। (Image: Instagram)
advertisement
8/8
ছবির ফার্স্ট লুক রিলিজ হওযার দিনেই মাল্টায় ছুটি কাটাচ্ছেন সলমন খান।