সুশান্ত মৃত্যু তদন্ত!রামলীলা-বাজিরাও মস্তানি ছবিতে সুশান্তকে নয় যশরাজের কারণে,স্বীকার বনশালির
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অনেকেই প্রশ্ন তুলছেন যে সেই সময় যশরাজের সঙ্গে রণবীর সিং-এর চুক্তি থাকার পরও তিনি কীভাবে কাজ পান সঞ্জয়ের ছবিতে৷
advertisement
1/6

▪️প্রযোজক পরিচালক সঞ্জয় লীলা বনশালি পুলিশের কাছে স্বীকার করলেন যে, তাঁর হিট ছবিগুলিতে তিনি সুশান্তের সঙ্গে কাজ করতে পারেননি যশরাজ ফিল্মসের জন্য৷
advertisement
2/6
▪️সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় হাজিরা দেন সঞ্জয়৷ সুশান্ত মৃত্যু তদন্তে ডিসিপি অভিষেক ত্রিমুখে এবং তাঁর টিম ৩ ঘণ্টা ধরে জেরা করেন সঞ্জয়কে৷
advertisement
3/6
▪️যশরাজ ফিল্মসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সুশান্ত৷ এবং সেই কন্ট্রাক্ট অনুযায়ী অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে পারতেন না সুশান্ত৷
advertisement
4/6
▪️কাই পো চে ছবির পরই যশরাজ প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি হয় সুশান্তের৷ তাঁদের ব্যানারে সুধ দেশি রোম্যান্স ছবিটি করেন তিনি৷
advertisement
5/6
▪️যদিও সঞ্জয়ের সঙ্গে বাজিরাও মস্তানি বা রামলীলা ছবি নিয়ে কথা হয়েছিল সুশান্তের৷ কিন্তু বাঁধ সাধে সেই চুক্তি!
advertisement
6/6
▪️সঞ্জয়ের এই দুটি ছবিই রণবীর সিং ও দীপিকার জনপ্রিয়তা বহুগুণ বাড়িয়েছে, তাতে সন্দেহ নেই৷ কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে সেই সময় যশরাজের সঙ্গে রণবীর সিং-এর চুক্তি থাকার পরও তিনি কীভাবে কাজ পান সঞ্জয়ের ছবিতে৷