Amitabh Bachchan : 'পান মশলার' বিজ্ঞাপন কেন করেন? অনুরাগীর প্রশ্নে নজিরবিহীন জবাব দিলেন অমিতাভ বচ্চন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan : ট্রোলারদের সমালোচনার ছাড় পেলেন না বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
advertisement
1/11

এর আগে গুটখার বিজ্ঞাপন করে তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন অজয় দেবগণ। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল যেন। ট্রোলারদের সমালোচনার ছাড় পেলেন না বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করায় ট্রোলিংয়ের শিকার হতে হল খোদ বিগ বি’কেও। তবে কটাক্ষের সম্মুখীন হয়েও চুপ থাকেননি, বরং সপাটে জবাব দিয়েছেন বলিউডের শাহেনশা।
advertisement
2/11
পান মশলা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।সিনেমা শুরুর আগে এই বাক্যটিই শুনতে অভ্যস্ত দর্শকরা।পর্দায় তামাক, গুটখা ও ধূমপানের দৃশ্যেও স্ক্রিনের এক কোণে ভেসে ওঠে এই সতর্কবার্তা। অথচ সেই পান মশলারই কিনা ফলাও করে প্রচার করছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
advertisement
3/11
তাঁর মতো কিংবদন্তির কি সত্যিই এ কাজ করা মানায়? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এহেন প্রশ্নই সটান অমিতাভের দিকে ছুড়ে দিয়েছেন তাঁর এক অনুরাগী। অমিতাভ বচ্চনের জবাবও কিন্তু তুমুল ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। উত্তরে তাঁর সাফ মন্তব্য, “টাকা পাই, তাই করি।”
advertisement
4/11
ফেসবুকে ওই ব্যক্তি জানতে চান পান মশলার বিজ্ঞাপনে কেন দেখা যায় বিগ বি’কে? তিনি দেশের আট থেকে আশির অনুপ্রেরণা। তিনি এমন পণ্যের প্রচার করলে পরবর্তী প্রজন্মের কাছে সঠিক বার্তা পৌঁছবে না বলেও দাবি করেন ওই অনুরাগী।
advertisement
5/11
বেশ নম্রভাবেই তিনি লেখেন, “আপনি কেন পান মশলার বিজ্ঞাপন করছেন? আপনি তো সকলের আদর্শ? তাহলে আপনার আর অন্যদের মধ্যে কী পার্থক্য রইল?”
advertisement
6/11
এরই উত্তরে বলিউডের শাহেনশা লেখেন, “প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারও ব্যবসার ভালর জন্য তার পাশে দাঁড়ানোর আগে ভাবতে নেই কেন সঙ্গ দিচ্ছি। হ্যাঁ, তবে ব্যবসার দিক থেকে দেখলে নিজের ব্যবসাটাও দেখতে হবে।
advertisement
7/11
এই বিজ্ঞাপনের জন্য আমি টাকা পাচ্ছি। তবে আপনার যদি মনে হয় আমার এটা করা ঠিক হচ্ছে না, তাহলে বলি আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু এ কাজ করছে।”
advertisement
8/11
প্রসঙ্গত, সেলেবদের অনুসরণ করে ব্যক্তিগত জীবনে অনেকেই প্রভাবিত হন। তাঁদের লার্জার দ্যন লাইফ বরাবরই থাকে লাইমলাইটে আলোয়। আর তাতেই মুগ্ধ হয়ে আম-জনতা নিজেরাও সেভাবে বাঁচার চেষ্টা করেন।
advertisement
9/11
কেউ প্রিয় অভিনেত্রীকে অনুসরণ করে সাবান কিংবা প্রসাধনী দ্রব্য ব্যবহার করতে শুরু করেন। আবার কেউ বা প্রিয় অভিনেতাকে দেখে বড়ি স্প্রে ব্যবহার করেন, সেগুলোর গুণগত মান বিচার না করেই।
advertisement
10/11
মানুষ ভাবে না আখেড়ে তাঁদের শরীরের পক্ষে সেগুলো কতটা সহায়ক, সেসবের ধার ধারেন না অনুরাগীরা। আর মদ, সিগারেট কিংবা যে কোনওরকম তামাকজাত দ্রব্যই শরীরের জন্য ক্ষতিকারক।
advertisement
11/11
সেই প্রেক্ষিতে অমিতাভ বচ্চনের মতো একজন নামজাদা স্টার কীভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে মুখ দেখান কিংবা সেই প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন? প্রশ্ন তো ওঠেই। সেরকমই এক নেটজনতা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন বিগ বি’কে।