Bollywood Gossip: বলিউড নায়িকার রূপের ডালি, জীবনে স্কুলে গন্ডি না পেরিয়েও কোটি টাকায় আয়,ইঞ্জিনিয়ার স্বামীও অতি জনপ্রিয়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Bollywood Actress: এক একটি ছবির জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক নেন। এছাড়াও, তিনি ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য প্রায় ৭ কোটি টাকা নেন।প্রতিমাসে ৩ কোটি টাকা এবং বছরে প্রায় ৩০ কোটি টাকা আয় করেন।
advertisement
1/16

নায়িকার বিপুল আয়, বিশাল সম্পত্তি৷ বলিউডে তিনি অত্যন্ত বিখ্যাত৷
advertisement
2/16
এক একটি ছবির জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক নেন। এছাড়াও, তিনি ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য প্রায় ৭ কোটি টাকা নেন।প্রতিমাসে ৩ কোটি টাকা এবং বছরে প্রায় ৩০ কোটি টাকা আয় করেন।
advertisement
3/16
অথচ এই নায়িকা করেননি কোনও পড়াশুনা৷ স্কুলে কোনও দিনও যাননি৷ কোনও বোর্ডের পরীক্ষা দিতে কালঘাম ছোটাতে হয়নি৷ পুঁথিগত বিদ্যা নেই বললেই চলে৷ তিনিই এখন বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন৷
advertisement
4/16
এমনকী ইঞ্জিনিয়ার-অভিনেতা স্বামীর থেকেও তাঁর আয় অনেকগুণ বেশি৷ বলুন তো কে এই সুন্দরী নায়িকা?
advertisement
5/16
আজ ১৬ জুলাই ক্যাটরিনা কাইফের জন্মদিন৷ ৪১ তম জন্মদিন তাঁর৷ হংকং-এ জন্ম, ২০০৩ -এ তিনি শুরু করেন তাঁর অভিনয় কেরিয়ার৷
advertisement
6/16
ক্যাটরিনা মূলত লন্ডনের বাসিন্দা৷ তাঁর বাবা ছিলেন কাশ্মীরি বংশোদ্ভূত ব্যবসায়ী৷ তাঁর মা সমাজসেবী৷ ফলে দেশ-বিদেশ ঘুরতে হয়েছে নানা সময়৷ নির্দিষ্ট স্কুলে পড়ার মতো অবস্থা ছিল না৷ তাই ঘরোয়া ভাবে শিখেছেন পড়াশুনা৷ কোনও স্কুলের গন্ডি পেরোননি৷
advertisement
7/16
কখনও স্কুলে যাননি ক্যাট সুন্দরী৷ হোম টিউটারের মাধ্যমে তিনি বাড়িতেই শিক্ষা লাভ করেছেন৷ ক্যাটরিনার আসল নাম ক্যাটরিনা টরকে৷ বুম ফিল্মে তার নাম পরিবর্তন করা হয়৷
advertisement
8/16
তাঁর জীবনের সেরা ছবিগুলির মধ্যে রয়েছে নমস্তে লন্ডন, মেরে ব্রাদার কি দুলহন, অজব প্রেম কি গজব কাহানি, জিন্দেগি না মিলেগি দোবারা, এক থা টাইগার৷
advertisement
9/16
২০২১ সালে ভিকিকে বিয়ে করেন তিনি৷ ভিকি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে৷
advertisement
10/16
চলচ্চিত্র ছাড়াও, ক্যাটরিনা আরও অনেক মাধ্যম থেকে প্রচুর অর্থ উপার্জন করেন। স্বামী ভিকি কৌশলও একজন সফল অভিনেতা কিন্তু ক্যাটরিনা কাইফ তার স্বামীর চেয়ে বেশি সম্পত্তির মালিক।
advertisement
11/16
ক্যাটরিনা কাইফের বান্দ্রা, মুম্বইতে একটি 3BHK অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য প্রায় ৮.২০ কোটি টাকা৷ লোখান্ডওয়ালার প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি রয়েছে। বান্দ্রায় তার একটি 4BHK পেন্টহাউস রয়েছে, যেখানে তিনি স্বামী ভিকি কৌশলের সঙ্গে থাকেন। ক্যাটরিনার লন্ডনে একটি বাংলোও রয়েছে, যার মূল্য ৭ কোটি টাকা বলে জানা গেছে।
advertisement
12/16
ক্যাটরিনা দামি গাড়ির শৌখিন। তার সংগ্রহের মধ্যে রয়েছে ৪২ লাখ টাকার অডি, ৫০ লাখ টাকার মার্সিডিজ,৮০ লাখ টাকার অডি Q7, আড়াই কোটি টাকার রেঞ্জ রোভার ভোগ।
advertisement
13/16
ক্যাটরিনা কাইফ চলচ্চিত্র, ব্র্যান্ড অনুমোদন, স্টেজ শো, নিজের ব্র্যান্ড এবং ইন্সটা পোস্ট থেকে প্রচুর অর্থ উপার্জন করেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর ক্যাটরিনার মোট সম্পদের পরিমাণ ১৩ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। ২০১৯ ফোর্বসের তালিকা অনুসারে, ক্যাটরিনা ১০০ সর্বাধিক উপার্জনকারী সেলিব্রিটির তালিকায় ২৩ তম স্থানে ছিলেন।
advertisement
14/16
অভিনয়ের পাশাপাশি ক্যাটরিনা একজন ব্যবসায়ীও। তাঁর নিজস্ব বিউটি ব্র্যান্ড আছে, যা ক্যাটরিনা ২০১৯ সালে চালু করেছিলেন। তার কোম্পানি ভেগান পণ্য তৈরি করে যাতে কোনও প্রাণী ব্যবহার করা হয় না। এই কোম্পানির বার্ষিক আয় ১২ কোটি টাকা।
advertisement
15/16
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ক্যাটরিনার নেট সম্পদ, সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন, প্রায় ২৬৩ কোটি টাকা। ২০২৩ সালে ভিকি কৌশলের মোট সম্পত্তি ৪১ কোটি টাকা বলে জানা গেছে।
advertisement
16/16
এক্ষেত্রে ক্যাটরিনা তাঁর স্বামীর চেয়ে অনেক বেশি ধনী।