TRENDING:

Bollywood Actress Pregnant: বিয়ে না করে প্রেগন্যান্ট বলিউড নায়িকা! গর্ভে জনপ্রিয় ক্রিকেটারের সন্তান! এক ফোনেই ঘুম উড়ল হবু বাবার, জানালেন...

Last Updated:
একটি পার্টিতে দেখা, তারপর উদ্যাম প্রেম! প্রেম এতটাই জমে যায় যে গর্ভবতী হন নায়িকা৷
advertisement
1/9
অবিবাহিত নায়িকার গর্ভে জনপ্রিয় ক্রিকেটারের সন্তান!এক ফোনেই ঘুম উড়ল হবু বাবার!
ক্রিকেট ও বলিউডের সম্পর্ক বহু বছরের৷ শর্মিলা-পতৌদি থেকে বিরাট-অনুষ্কা৷ নাম উঠে আসবে অনেক মধুর সম্পর্কের৷ এমন তারকা দম্পতিদের নিয়ে উৎসাহের শেষ নেই৷ সেই কালেও যেমন চর্চায় থাকতেন তাঁরা, এখনও তাঁদের নিয়ে প্রচুর আলোচনা চলে৷ তবে এরই মধ্যে রয়েছে এমন এক নায়িকা ও ক্রিকেটারের জীবন যা কোনও দিন বিয়ের পথে এগোয়নি, কিন্তু সম্পর্কের গভীরতা এতটাই যে বিয়ে না করেই নায়িকা মা হন৷
advertisement
2/9
একটি পার্টিতে দেখা, তারপর উদ্যাম প্রেম! প্রেম এতটাই জমে যায় যে গর্ভবতী হন নায়িকা৷ বিয়ে না করেই নামি অভিনেত্রীর গর্ভাবস্থার খবরে বলিউডে ঢিঁঢিঁ পড়ে যায়৷
advertisement
3/9
বিশ্বখ্যাত ক্রিকেটার, সেই সময় তিনি বিবাহিত৷ ভিনদেশী প্লেয়ার যাঁর প্রেমে পড়েন বলিউডের ডাকসাইটে নায়িকা৷ ভিভিয়ান রিচার্ডস এবং নীনা গুপ্তা৷ দু’জনের প্রেমকাহিনি দারুণ রোমাঞ্চকর৷ ভিভের সঙ্গে প্রেম, তারপর তাঁর সন্তানের মা হন নিনা৷ কিন্তু তাঁরা কখনও বিয়ে করেননি৷
advertisement
4/9
যে সময় বিয়ে না করে নীনা মা হন, সেই সময়টা ছিল খুবই গোড়া৷ ফলে নীনার এমন পদক্ষেপ ছিল অত্যন্ত বেশি সাহসের৷ পরবর্তীকালে নীনা নিজের সেই লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন৷ তিনি বাচ্চা ভালবাসেন, ফলে মাসাবাকে কোলে নিয়ে তাঁর সব দুঃখ দূর হয়, জানিয়েছেন নীনা৷
advertisement
5/9
প্রেগন্যান্সির খবর পেয়েই নীনা ভিভকে ফোন করেন৷ জানান যে এই সন্তান তিনি চান কিনা৷ কারণ ভিভ না চাইলে তিনি সন্তানের জন্ম দিতেন না৷ তখন ভিভ জানান যে তিনি সন্তান চান৷ তবে তিনি কোনও দায়িত্ব নিতে পারবেন না৷ কারণ তিনি থাকতেন অ্যান্টিগা এবং তাঁর সংসারও ছিল৷
advertisement
6/9
নীনা নিজেই এই সন্তানকে বিয়ে করার সিদ্ধান্ত নেন৷ তখন অনেকেই তাঁকে নিষেধ করেছিলেন৷ কিন্তু কে শোনে কার কথা! জানিয়েছেন নীনা নিজেই৷ ফলে মাসাবার জন্ম হয় এবং ধীরেধীরে নীনার একার হাতে বড় হতে থাকে মাসাবা৷
advertisement
7/9
যদিও প্রথম থেকেই মাসাবাকে তাঁর পিতৃ পরিচয় জানিয়ে দেন নীনা৷ কারণ তিনি চাননি যে মেয়ে তাঁর বাবার কথা জানবে না৷
advertisement
8/9
ফলে ছোট থেকে মাসাবাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়৷ অবিবাহিত বাবা-মাকে নিয়ে অনেক কথা শুনতে হত মাসাবাকে৷
advertisement
9/9
এখন তাঁদের গোছানো সংসার৷ নীনা বিয়ে করেছেন৷ মাসাবাও বিয়ে করেছেন, তাঁর কোল আলো করে এসেছে এক ফুটফুটে সন্তান৷ ভিভের সঙ্গেও সম্পর্ক রয়েছে তাঁদের সকলের৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress Pregnant: বিয়ে না করে প্রেগন্যান্ট বলিউড নায়িকা! গর্ভে জনপ্রিয় ক্রিকেটারের সন্তান! এক ফোনেই ঘুম উড়ল হবু বাবার, জানালেন...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল