লকডাউনের মধ্যেই পড়ে গিয়ে হাত কাটলেন টেলি অভিনেতা, সার্জারির পর আপাতত সুস্থ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
প্রথমে হাসপাতালের বেডে শুয়ে ছবি পোস্ট করেন ৷ তারপর ভক্তদের চিন্তা দূর করতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ছবিও তুলে দিলেন সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
1/5

▪️মুম্বইয়ের বাড়িতে পা পিছলে পড়ে যান অভিনেতা৷ নিজেকে সামলাতে কাঁচের টেবিলের ওপর হাত রাখতে গিয়ে বড় দুর্ঘটনার ঘটেছিল৷ হাত কেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয় তার৷ হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে৷
advertisement
2/5
▪️হাসপাতালে তার অবস্থা দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক৷ তারপর হাতে প্লাস্টার করা হয়৷ এইভাবে আপাতত কিছুদিন থাকতে হবে তাকে৷
advertisement
3/5
▪️এরমধ্যেই আবার যেই বিল্ডিং-এ তিনি থাকেন, সেখানে এক প্রতিবেশী করোনা সংক্রমণ হওয়ায়, পুরো বিল্ডিংটিই সিল করে দেওয়া হয়েছে৷
advertisement
4/5
▪️তবে জীবনের এই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন অভিনেতা শিবিন নারাং৷ ভক্তদের জন্য ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন যে চিকিৎসক থেকে হাসপাতাল কর্মী, সকলেই তার খুব খেয়াল রেখেছেন৷
advertisement
5/5
▪️হাসপাতাল থেকে ছাড়া পেয়ছেন তিনি৷ বাড়িতেও থাকতে হচ্ছে খুবই সতর্কভাবে৷