TRENDING:

Guess the Celebrity: এক সিনেমাতেই রাতারাতি সুপারস্টার, ১১ দিনে ৪৭টি ছবির অফার, তারপরই 'নিরুদ্দেশ'...! অকালেই হারিয়ে গেলেন এই বলি নায়ক, এখন কোথায়?

Last Updated:
Guess the Celebrity: এক সময় মাত্র ১১ দিনে ৪৭টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তা সত্ত্বেও তিনি আজ ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে৷ তারপর এক সময় ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান। আজ আর কোনও অনুষ্ঠানেই দেখা যায়না একসময়কার রাতারাতি সুপারস্টারকে৷
advertisement
1/8
এক ছবিতেই রাতারাতি সুপারস্টার, তারপরই 'নিরুদ্দেশ'! অকালে হারিয়ে গেলেন বলি নায়ক
অনেক অভিনেতাই অভিনয় জগতে কাজ করার স্বপ্ন নিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে আসেন। কিন্তু সংগ্রাম করার পর খুব কম মানুষই সেই সাফল্য পায়, যার পরে তারা দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থাকতে পারে।
advertisement
2/8
এমন অনেক অভিনেতা আছেন যাদের ডেবিউ সুপারহিট, কিন্তু অকালেই ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছেন। রাহুল রায়ও তাদের মধ্যে একজন। একাধিক সিনেমা করলেও তাঁর খুব কম ছবিই বক্স অফিসে হিট করেছে৷
advertisement
3/8
বলিউডের জনপ্রিয় সিনেমা 'আশিকি'-র গান আজও সুপারহিট দর্শকমনে৷ সিনেমার সেই হিরো রাহুল রায়ের কথা মনে আছে? প্রথম ছবিতেই রাতারাতি সুপারস্টার৷ ৬ মাস হাউজফুল ছিল তাঁর প্রথম ছবি৷
advertisement
4/8
এক সময় মাত্র ১১ দিনে ৪৭টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তা সত্ত্বেও তিনি আজ ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে৷ এখন আর সেভাবে দেখা যায় না অভিনেতাকে৷
advertisement
5/8
রাহুল রায় ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর কম বাজেটের ছবি 'আশিকি' দিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন। এই ছবিতে তাঁর প্রেমিকার ভূমিকায় তার ভাগ্য উজ্জ্বল করেছে প্রতিভাবান অভিনেত্রী অনু আগরওয়াল। ব্লকবাস্টার ছবিতেই ভাগ্য ফিরেছিল৷
advertisement
6/8
১৯৯০ সালে এই ছবি বড় হিট চলচ্চিত্র হিসাবে প্রমাণিত হয়েছিল। সবাই চেয়েছিলেন রাহুল ও অনু আগরওয়ালকে নিয়ে ছবি করতে। খুব অল্প সময়ের মধ্যেই রাতারাতি তারকা হয়ে গেছিলেন উদীয়মান অভিনেতা। যা অর্জন করতে অভিনেতাদের বছরের পর বছর সংগ্রাম করতে হয়। রাহুল এই ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় ও লুক দিয়ে রাতারাতি তারকা হয়ে গেছিলেন৷
advertisement
7/8
রাহুল ডেবিউ ফিল্ম থেকে মাত্র ২৫ হাজার পারিশ্রমিক পেয়েছেন। সিদ্ধার্থ কাননকে রাহুলের দেওয়া সাক্ষাত্কারে অভিনেতা এটি প্রকাশ করেছিলেন। এই ছবিতে তিনি মাত্র ২৫ হাজার পারিশ্রমিক পেয়েছেন বলে জানিয়েছিলেন। কিন্তু এই ছবির পর দ্বিতীয় ছবি পাওয়ার সঙ্গে সঙ্গে ১০ লাখ টাকার অফার পেতে শুরু করেন।
advertisement
8/8
একটা সময় ছিল যখন রাহুল ১১ দিনে ৪৭টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এটি তার সবচেয়ে বড় ভুল হিসাবে প্রমাণিত হয়েছিল, কারণ তিনি ক্রমাগত কাজ করতে থাকলেন কিন্তু কোনটিও তাঁর কেরিয়ারের জন্য সঠিক ছিল না। কিছুদিনেরর মধ্যেই সাইড রোল করা শুরু করেন এবং তারপর এক সময় ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান। আজ আর কোনও অনুষ্ঠানেই দেখা যায়না একসময়কার রাতারাতি সুপারস্টারকে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Guess the Celebrity: এক সিনেমাতেই রাতারাতি সুপারস্টার, ১১ দিনে ৪৭টি ছবির অফার, তারপরই 'নিরুদ্দেশ'...! অকালেই হারিয়ে গেলেন এই বলি নায়ক, এখন কোথায়?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল