‘আমাকে খারাপভাবে স্পর্শ করেছে’, মহিলা নৃত্যশিল্পীর অভিযোগে আটক বলিউডের সলমন
Last Updated:
advertisement
1/7

• আটক হলেন সলমন ৷ এক মহিলা নৃত্যশিল্পীকে যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
• মুম্বইয়ের ওশিয়ারা থানায় তাঁর নামে অভিযোগ দায়ের হয়েছিল গত ৩০ জানুয়ারি ৷ এরপরেই বিষয়টি নিয়ে তদন্তে নামে ওশিয়ারা থানার পুলিশ ৷ রবিবার গ্রেফতার করা হয় তাঁকে ৷
advertisement
3/7
• ইনিও সলমন খান, তবে বলিউডের সুপারস্টার ভাইজান নন ৷ ইনি সলমন ইউসুফ খান ৷ যিনি ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ সিজন ১-এর চ্যাম্পিয়ন ছিলেন ৷ এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সফল কোরিওগ্রাফারও বটে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
• সলমনের বিরুদ্ধে ও মহিলা নৃত্যশিল্পীর অভিযোগ, আন্ধেরির ওশিয়ারার একটি কফি শপে সলমনের সঙ্গে পরিচয় হয় তাণর ৷ সে সময়ই দুবাইতে পারফর্ম করার অফার দিয়েছিলেন সলমন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
• সেদিন কফি শপ থেকে তাঁকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলেন সলমন ৷ ওই মহিলার অভিযোগ, সে সময়ই তাঁর শরীরে খারাপভাবে হাত দেন সলমন ৷ প্রতিবাদ করতে গেলে সলমন বলেন, এরকম জিনিস বলিউডে হয়েই থাকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
• পরে যখন দুবাইয়ে নিজের ডান্স ট্রুপ নিয়ে পারফর্ম করতে যান ওই নৃত্যশিল্পী তখন তাঁকে এবং তাঁর ট্রুপের আরও কয়েকজনকে যৌন হেনস্থা করেন সলমন ও তাঁর সঙ্গীরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
• দুবাই থেকে ফিরেই পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন নির্যাতিতা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷