TRENDING:

Actress Gossip: নামেই বিতর্ক! হতদরিত্র ছোটবেলা, যৌবনে খ্যাতির শিখরে! পর্দার এক ঝলকেও লাস্যের ঝড়, কে বলুন তো? দেখুন অদেখা ছবির অ্যালবাম

Last Updated:
Actress Tragic Life: শীর্ষ নায়িকাদের চেয়ে বেশি পারিশ্রমিক পেতেন এই বোল্ড অভিনেত্রী। ১৭ বছরের কেরিয়ারে ৪৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি যতদিন বেঁচেছিলেন, ভক্তদের প্রিয় অভিনেত্রী ছিলেন। অভিনেত্রীর জন্ম হতদরিদ্র পরিবারে।
advertisement
1/11
নামেই বিতর্ক! হতদরিত্র ছোটবেলা, যৌবনে খ্যাতির শিখরে! পর্দার এক ঝলকেও লাস্যের ঝড়
*শীর্ষ নায়িকাদের চেয়ে বেশি পারিশ্রমিক পেতেন সিল্ক স্মিতা। প্রয়াত অভিনেত্রী সিল্ক স্মিতার মৃত্যুবার্ষিকীতে নেটিজেনরা সবচেয়ে বেশি পড়েন তাঁর জীবনের নানা কাহিনী।
advertisement
2/11
*তামিল সিনেমায় গ্ল্যামারের জন্য বিখ্যাত ছিলেন অভিনেত্রী সিল্ক স্মিতা। শীর্ষস্থানীয় নায়িকাদের চেয়ে বেশি পারিশ্রমিক পেতেন।
advertisement
3/11
*সিল্ক স্মিতা নামে পরিচিত বিজয়লক্ষ্মীর জন্ম ১৯৬০ সালের ২ ডিসেম্বর। সিল্ক স্মিতা মূলত তামিল, তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।
advertisement
4/11
*১৭ বছরের কেরিয়ারে ৪৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন সিল্ক স্মিতা। তিনি যতদিন বেঁচেছিলেন, ভক্তদের প্রিয় অভিনেত্রী ছিলেন। সিল্ক স্মিতার জন্ম দরিদ্র পরিবারে।
advertisement
5/11
*ছোটবেলা চরম আর্থিক সংকটে দিন গুজরান করেছেন। ১৪ বছর বয়সে তাঁর বিয়ে হয়ে যায়। প্রতিনিয়ত পারিবারিক সমস্যায় থাকা সিল্কস্মিতা বাড়ি ছেড়ে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন।
advertisement
6/11
*একটি তেলেগু পরিবারে বিজয়লক্ষ্মী ভাদলাপতি হিসাবে জন্মগ্রহণ করেন। সিল্ক স্মিতা তাঁর পর্দার নাম। প্রথম ছবি 'বন্দিচকরাম'-এ তাঁর চরিত্র সিল্কের মাধ্যমে খ্যাতি অর্জন করেন।
advertisement
7/11
‘বালু মহেন্দ্র মুন্দ্রাম পিরাই’-এ তাঁর অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন, যা পরে ‘সাদমা’ নামে হিন্দিতে পুনঃনির্মিত হয়। দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় ছিলেন কমল হাসান, সিল্ক স্মিতা এবং শ্রীদেবী।
advertisement
8/11
*অভিনেত্রী হিসেবে নাম করলেও সিল্ক স্মিতার ব‍্যক্তিজীবন খুব একটা সুখের ছিল না। 1980-এর দশকে, সিল্ক স্মিতাকে বলা হত ‘কুইন অফ সেনসুয়ালিটি’ বা ‘কামের রানি’। সিনেমায় তাঁর শরীরী আবেদনে বুঁদ ছিলেন দর্শকরা।
advertisement
9/11
*সিল্ক স্মিতা কমল হাসান, রজনীকান্ত এবং মোহনলালের মতো অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন।
advertisement
10/11
*শোনা যায় তিনি এক ডাক্তারকে বিয়ে করেছিলেন। ভাগ‍্যের পরিহাসে নিজের কষ্টার্জিত সমস্ত অর্থ খুইয়ে ফেলেন সিল্ক স্মিতা। সিল্ক স্মিতা যখন তাঁর উপার্জনের টাকা চলচ্চিত্র নির্মাণে ব্যয় করেছিলেন। কিন্তু সেই সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
advertisement
11/11
*সিনেমায় গ্ল্যামারস দেখালেও সিল্ক স্মিতার ব্যক্তিগত জীবন নানা সমস্যায় ভরা। ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর আত্মহত্যা করেন স্মিতা। হোটেলের একটি ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actress Gossip: নামেই বিতর্ক! হতদরিত্র ছোটবেলা, যৌবনে খ্যাতির শিখরে! পর্দার এক ঝলকেও লাস্যের ঝড়, কে বলুন তো? দেখুন অদেখা ছবির অ্যালবাম
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল