Bobby Deol in Animal: অ্যানিম্যাল-এ ধর্ষণ-দৃশ্যে ববি! 'সব এত সুন্দর...', বললেন পর্দায় তাঁর ৩য় স্ত্রী
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bobby Deol in Animal: 'অ্যানিম্যাল' নিয়ে চর্চার শেষ নেই। বক্স অফিসে ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ছবিটি। তবে আয়ের হিসেব যা-ই বলুক, সমালোচক থেকে সাধারণ মানুষ, অনেকেই এই ছবিকে অসুস্থ পৌরুষের উদযাপন বলে চিহ্নিত করেছেন।
advertisement
1/5

'অ্যানিম্যাল' নিয়ে চর্চার শেষ নেই। বক্স অফিসে ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ছবিটি। তবে আয়ের হিসেব যা-ই বলুক, সমালোচক থেকে সাধারণ মানুষ, অনেকেই এই ছবিকে অসুস্থ পৌরুষের উদযাপন বলে চিহ্নিত করেছেন।
advertisement
2/5
ছবির মুখ্য চরিত্রে রণবীর কাপুর থাকলেও মাত্র কয়েক মিনিটের উপস্থিতিতেই নজর কেড়েছেন ববি দেওল। কোনও সংলাপ ছাড়াই শুধুমাত্র অভিব্যক্তির মাধ্যমে তাঁর চরিত্র আব্রারকে জীবন্ত করে তুলেছেন।
advertisement
3/5
আব্রার এক নারীবিদ্বেষী, উগ্র এবং অত্যাচারী চরিত্র। পর্দায় দেখা যায়, বিয়ের আসরেই তৃতীয় স্ত্রীকে ধর্ষণ করে সে। ছবিতে আব্রারের তৃতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মানসী তক্ষক। এ হেন এক দৃশ্যে অভিনয়ের জন্য সমালোচনার মুখে অভিনেত্রীও।
advertisement
4/5
মানসী সংবাদমাধ্যমকে এ বিষয়ে বলেছেন, "অবশ্যই এটি চমকে যাওয়ার মতো একটি বিষয়। আমার মনে হয় না, কেউই নিজের বিয়েতে এমনটা ঘটবে বলে আশা করেন। কিন্তু বিয়ের সেই দৃশ্যের আলোকসজ্জা থেকে শুরু করে সব কিছু এত সুন্দর। শৈল্পিক মান দেখুন। গানটি এখন ভাইরাল।"
advertisement
5/5
এখানেই থেমে যাননি মানসী। তিনি আরও বলেন, "সব এত সুন্দর চলছিল। তার পরেই আচমকা এমন একটি জিনিস হল। দর্শকদের কাছে এটি বার্তা ছিল যে, রণবীর যদি এমন হয়, ছবির খলনায়ক কেমন হবে ভাবুন। ববি স্যরের চরিত্রটি ভিত্তি স্থাপন করতে এ ধরনের একটি দৃশ্য দরকার ছিল। আসল অ্যানিম্যাল কে, তা বোঝানোর জন্য সেটি দরকার ছিল।" সব শেষে মানসী যোগ করেন, "আমার নিজের বিয়েতে এমন হোক, সেটা কখনওই চাইব না।"