TRENDING:

Bobby Deol : মদের নেশায় ডুবেছিলেন, বউয়ের টাকায় চলত সংসার! ভাগ্যের চাকা ঘুরে আবার হিট বলি অভিনেতা

Last Updated:
Bobby Deol Career : দীর্ঘ ৫ বছর বলিউড থেকে দূরে ছিটকে যাওয়া বেকার অভিনেতা আবার খবরের শিরোনামে৷
advertisement
1/8
মদের নেশায় ডুবেছিলেন,বউয়ের টাকায় সংসার চলত!ভাগ্যের চাকা ঘুরে আবার হিট অভিনেতা
ভাগ্য! কথায় বলে ভাগ্যে যা লেখা থাকে তা হবেই৷ একই সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ের ভূমিকা৷ যখন যেটা হওয়ার সেটাই হবে৷ সাধারণ মানুষ তো বটেই বিখ্যাত ব্যক্তিদের জন্যও এটাই বাস্তব৷ তাই তো দীর্ঘ ৫ বছর বলিউড থেকে দূরে ছিটকে যাওয়া বেকার অভিনেতা আবার খবরের শিরোনামে৷
advertisement
2/8
ববি দেওল৷ ধমেন্দ্রের ছোট ছেলে৷ কেরিয়ারের শুরুতে তাঁর বেশ কয়েকটি ছবি হিট হয়৷ বরসাত, সোলজার, গুপ্ত ছিল সেই তালিকায়৷ কিন্তু একটা সময় আসে যখন তাঁর ছবি আর চলত না৷ ফলে দেওল পরিবারের হওয়া সত্ত্বেও তাঁর কেরিয়ার গ্রাফ তলানিতে চলে আসে৷ তিনি বলিউড থেকে ছিটকে যান৷ কোনও কাজ ছিল না তাঁর৷
advertisement
3/8
একটা সময়ের পর ববির ছবিগুলো ক্রমাগত ফ্লপ হচ্ছিল। ১৯৯৫ সালে বারসাত দিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন, তাঁর ক্যারিয়ারে বেশ কয়েকটি বছর খুবই ভাল ছিল কিন্তু ২০০৪-০৫ এর পরে সবকিছু বদলে যেতে শুরু করে।
advertisement
4/8
দীর্ঘ পাঁচ বছর এভাবেই চলতে থাকে৷ কফি উইথ করণে এসে সে কথা নিজেই বলেন ববি৷ এই সময় তাঁর মদে আসক্তি বাড়তে থাকে৷ কোনও কাজ করতেন না তিনি৷ তাঁর স্ত্রী চাকরি করতে যেতেন৷ আর তিনি দিনের পর দিন থাকতেন বাড়িতে বসে৷ পুরো পাঁচ বছর ছিল যখন প্রযোজক-পরিচালকরা তাঁর থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। তখন তিনি বাড়িতে বসে ক্রিকেট খেলতেন এমনকি সংসার চালানোর জন্য ডিজে হিসাবে কাজ করতেন।
advertisement
5/8
কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে একটা ফোন কলের পর!সেই কলটি ছিল সলমন খানের যিনি সেই সময় ববিকে রেস ৩-তে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। ববির খুশির সীমা ছিল না। ছবিটি সেভাবে সাড়া না ফেললেও, ববির অভিনয় মানুষের নজর কাড়ে৷ তারপর থেকে ববি দেওল আবার ফিরে আসেন কাজে৷
advertisement
6/8
অ্যানিমল ছবিতে রণবীরকে নিয়ে যতটা চর্চা চলছে, ততটাই বলি দেওলকে নিয়েও আলোচনা হচ্ছে৷
advertisement
7/8
শুধু তাঁর অভিনয় নয়, তাঁর শরীরচর্চা, পেশিবহুল শরীরও এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু৷
advertisement
8/8
শুধু ছবি নয়, ববির এখন বিপুল সংখ্যক ভক্ত তাঁর ওয়েব সিরিজ আশ্রম-এর প্রসংশায় পঞ্চমুখ৷ আশ্রম ওয়েব সিরিজের ফলে ববি দেওল এখন সুপারহিট!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bobby Deol : মদের নেশায় ডুবেছিলেন, বউয়ের টাকায় চলত সংসার! ভাগ্যের চাকা ঘুরে আবার হিট বলি অভিনেতা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল