Bismillah: ঋদ্ধি সেনের সঙ্গে প্রথমবার পর্দায় শুভশ্রী! 'বিসমিল্লা'য় জুটিকে মেলাবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Bismillah: শুভশ্রীর সঙ্গে ঋদ্ধি সেন! ইন্দ্রদীপ দাশগুপ্তের হাত ধরেই দানা বাঁধবে গল্প!
advertisement
1/5

এবার এক ছবিতে দেখা যাবে শুভশ্রী ও ঋদ্ধি সেনকে। প্রকাশ্যে হল ছবির প্রথম পোস্টার। photo source collected
advertisement
2/5
ছবির নাম 'বিসমিল্লা'। ছবিটি পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। photo source collected
advertisement
3/5
‘বিসমিল্লা’ ছবিতে ঋদ্ধি ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, গৌরব চক্রবর্তীর মতো অভিনেতারা। photo source collected
advertisement
4/5
এই প্রথম কৌশিক সেনের ছেলে ঋদ্ধির সঙ্গে অভিনয় করবেন শুভশ্রী। ১৯ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। photo source collected
advertisement
5/5
কয়েক মাসে আগেই শেষ হয়েছে এই ছবির শুটিং। কলকাতা ও পুরুলিয়ায় হয়েছে এই ছবির শুটিং। এই ছবিতে একেবারেই নতুন অবতারে দেখা যাবে শুভশ্রীকে। photo source collected