Dev's Birthday Celebration: দেবের জন্মদিনে তিন-তিনটে কেক! বাবা-মা ও প্রেমিকার সঙ্গে মধ্যরাতে উদযাপন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Dev's Birthday Celebration: আজ, বড় দিন সঙ্গে দেবেরও দিন। আজ, সোমবার সাংসদ-অভিনেতা দীপক অধিকারীর জন্মদিন। তবে, চলতি বছরের জন্মদিনের বেশ আগে থেকেই শুরু হয়েছে সেই উদযাপন।
advertisement
1/6

আজ, বড় দিন সঙ্গে দেবেরও দিন। আজ, সোমবার সাংসদ-অভিনেতা দীপক অধিকারীর জন্মদিন। তবে, চলতি বছরের জন্মদিনের বেশ আগে থেকেই শুরু হয়েছে সেই উদযাপন।
advertisement
2/6
২২ ডিসেম্বর মুক্তি পায় দেব অভিনীত সিনেমা 'প্রধান'। সেই ছবির প্রিমিয়ারের পরে, সেদিন রাতেই বান্ধবী রুক্মিণীকে সঙ্গে নিয়ে কেক কাটতে দেখা গিয়েছিল সুপারস্টারকে।
advertisement
3/6
এবার প্রাক-জন্মদিন উদযাপন করলেন অভিনেতা তাঁর পরিবারের সকলের সঙ্গে ২৪ ডিসেম্বর রাতে। চলতি বছরে ৪১ বছরে পা দিলেন সাংসদ-অভিনেতা।
advertisement
4/6
২৪ তারিখ রাতে, মা-বাবা, বোন, বান্ধবী রুক্মিণী এবং পরিচালক রাজা চন্দকে সঙ্গে নিয়ে মেতেছিলেন দেব। প্রতিবছরের মত সব কিছুর আয়োজন করেছিলেন অভিনেত্রী রুক্মিণী স্বয়ং।
advertisement
5/6
স্বাস্থ্য-সচেতন দেব জন্মদিন স্পেশাল খাওদাওয়া নিয়ে এক সংবাদমধ্যেমকে জানান যে, জানুয়ারি থেকে সৃজিত মুখোপাধ্যায়ের ছবির শ্যুটিং শুরু হচ্ছে তাই বেশ খানিকটা ওজন কমাতে হবে তাঁকে।
advertisement
6/6
তবে, কড়া ডায়েটের মধ্যেও তিনি ক্রিসমাস এবং জন্মদিনে অল্পবিস্তর নিয়ম ভাঙবেই বলে জানান অভিনেতা। বড়দিনের পাশাপাশি দেব ফ্যানদের জন্য আজকের দিন খুবই বিশেষ। সকাল থেকেই বিভিন্ন ফ্যান ক্লাব সেজে ওঠেছে পোস্টারে এবংফুলের মালায়।