TRENDING:

Bigg Boss Gossip: 'বিগ বস'-র ঘরে এলেন এঁরা কারা! বাঁধনহীন যৌবন, শরীরী উন্মাদনায় উথাল-পাথাল, এই ৬ ছবিতে তোলপাড় নেটদুনিয়া

Last Updated:
Bigg Boss Gossip: সলমন খানের সঞ্চালনায় অন্যতম বিখ্যাত রিয়েলিটি শো 'বিগ বস ১৮'। শোয়ের এই মরসুম দর্শকদয়ের কাছে খুব চিত্তাকর্ষক। প্রতিযোগীদের মধ্যে তু-তু, মে-মে সম্পর্ক। এরইমধ্যে ৩ সুন্দরী ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন, তাতে বিগ বস হাউজের উষ্ণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
advertisement
1/8
'বিগ বস'-র ঘরে এঁরা কারা! বাঁধনহীন যৌবন,শরীরী উন্মাদনায় উথাল-পাথাল,ভাইরাল ৬ ছবি
*টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-র ১৮তম সিজনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছেন তিন সুন্দরী। আর এই ওয়াইল্ড কার্ড এন্ট্রির পরে অদিতি মিস্ত্রি, যামিনী মালহোত্রা এবং আইডেন রোজের সাহসী ছবি ভাইরাল হতে শুরু করেছে। এই তিন সাহসী সুন্দরীর ছবি দেখুন, যা এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল...
advertisement
2/8
*বলিউডের 'ভাইজান' সলমন খান সঞ্চালিত অন্যতম বিখ্যাত রিয়েলিটি শো 'বিগ বস'। শোয়ের ১৮তম মরসুম দর্শকদের কাছে অন্যান্যবারের মতোই চিত্তাকর্ষক। শো-য়ের প্রতিযোগীদের মধ্যে তু-তু, মে-মে সম্পর্ক। এরইমধ্যে শো-এ ৩ সুন্দরী ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন, তাতে বিগ বস হাউজের উষ্ণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে তিনজনের উষ্ণ ছবি।
advertisement
3/8
*অদিতি মিস্ত্রি: ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বিগ বস হাউজে প্রবেশ করেছেন অদিতি মিস্ত্রি। একজন সুপরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ফিটনেস ট্রেনার অদিতি। তাঁর ওজনের সঙ্গে লড়াই করে ফিটনেস আইকন হয়ে ওঠার গল্প অনুপ্রেরণার চেয়ে কম নয়।
advertisement
4/8
*অদিতি কেবল জিম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে নিজের ওজন হ্রাস করেননি, তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছিলেন। আজ তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ২ মিলিয়নেরও বেশি। বিগ বস-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়ার পরে তাঁর ইনস্টাতে শেয়ার করা ছবিগুলিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
5/8
*এইডিন রোজ: দুবাইয়ে জন্মগ্রহণকারী অভিনেত্রী আইডিন রোজ 'বিগ বস ১৮'-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন। ওয়েব সিরিজ 'গন্ধি বাত' এবং তেলেগু ছবি 'রাবণসুরা'তে ডান্স নম্বরে কোমর দুলিয়েছিলেন।
advertisement
6/8
*এডিন সাহসী, ইনস্টাগ্রামে তাঁর ৭ লক্ষেরও বেশি ফলোয়ার। এডিন ইনস্টাতে শেয়ার করার সঙ্গে সঙ্গে তাঁর ছবি ও ভিডিও ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠে। বিগ বসে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন। বর্তমানে তাঁর বেশ কিছু ছবি ভাইরাল।
advertisement
7/8
*যামিনী মালহোত্রা: বিগ বস ১৮-এ তৃতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি যামিনী মালহোত্রা। যামিনী দাঁতের ডাক্তার। তিনি দিল্লির একটি ক্ষত্রিয় পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল এবং বিভিন্ন নাট্য প্রতিযোগিতায় অংশ নিতেন।
advertisement
8/8
*২০১৬ সালের আগস্টে 'ম্যায় তেরি তু মেরা সে' ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ। ইনস্টায় তাঁর ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bigg Boss Gossip: 'বিগ বস'-র ঘরে এলেন এঁরা কারা! বাঁধনহীন যৌবন, শরীরী উন্মাদনায় উথাল-পাথাল, এই ৬ ছবিতে তোলপাড় নেটদুনিয়া
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল