সামনেই বিয়ের মরশুম, সাবেকি পোশাকে কেমন সাজবেন? টিপস দিলেন ভূমি
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ছোট থেকেই ভূমির নেশা ছিল সিনেমা। অভিনয়ের থেকেও তাঁকে বেশি আকর্ষণ করত ক্যামেরার পিছনের কারিগরি-কারসাজি।
advertisement
1/9

সামনেই বিয়ের মরশুম! সাবেকি পোশাকে কেমন সাজবেন? টিপস দিলেন ভূমি
advertisement
2/9
ভূমির বাবা সতীশ পেডনেকর ছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী।
advertisement
3/9
ভূমির জন্ম ১৯৮৯-এর ১৮ জুলাই। তাঁর প্রাথমিক পড়াশোনা জুহুর আর্য বিদ্যামন্দির স্কুলে
advertisement
4/9
ছোট থেকেই ভূমির নেশা ছিল সিনেমা। অভিনয়ের থেকেও তাঁকে বেশি আকর্ষণ করত ক্যামেরার পিছনের কারিগরি-কারসাজি।
advertisement
5/9
ভূমি ভর্তি হন সুভাষ ঘাইয়ের প্রতিষ্ঠান হুইসলিং উডস ইন্টারন্যাশনাল-এ। কিন্তু এই প্রতিষ্ঠানে ভাল লাগত না ভূমির। নির্ধারিত দিনের তুলনায় উপস্থিতি কম থাকায় নাম বাদ পড়ল তাঁর।
advertisement
6/9
এরপর তিনি যোগ দিলেন যশরাজ ফিল্মস-এ। সহকারী পরিচালক হিসেবে ছ’বছর ভূমি কাজ করেছেন সেখানে
advertisement
7/9
অভিনেতা বাছাই করতে করতে ভূমি নিজেই এক দিন যশরাজ ফিল্মসের ছবির নায়িকা হয়ে গেলেন। ২০১৫ সালে মুক্তি পেল আয়ুষ্মান খুরানার বিপরীতে ভূমির প্রথম ছবি ‘দম লগা কে হইশা’।
advertisement
8/9
ছবির জন্য এমন নায়িকা দরকার ছিল, যিনি ওজনের দিক দিয়ে একটু ভারী হবেন। সে কথা মাথায় রেখে বেছে নেওয়া হয় ভূমিকেই।
advertisement
9/9
ছবির কাজ শুরুর আগে তাঁকে আরও ১২ কেজি ওজন বাড়াতে হয়