৮.২ রেটিং এই ব্লকবাস্টার ছবির, ঝুলিতে রয়েছে ২২টি পুরস্কার; যা দেখার জন্য খরচ করতে হবে না একটা টাকাও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Best Romantic Film On YouTube: আর সবথেকে বড় কথা হল, এই ছবির গল্প বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছিল। আর আজও এই ছবি আর তার গল্প নিয়ে চর্চা হয়। আর এখানে যে ছবিটির কথা বলা হচ্ছে, সেটির নাম হল - ‘পারুথিভিরান’।
advertisement
1/7

প্রায় সতেরো বছর আগে অর্থাৎ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল একটি ছবি। যা নিয়ে রীতিমতো জোর চর্চা হয়েছিল। আর সবথেকে বড় কথা হল, এই ছবির গল্প বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছিল। আর আজও এই ছবি আর তার গল্প নিয়ে চর্চা হয়। আর এখানে যে ছবিটির কথা বলা হচ্ছে, সেটির নাম হল - ‘পারুথিভিরান’।
advertisement
2/7
এটা মূলত রোম্যান্টিক ড্রামা ধারার একটি ছবি। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কার্তি এবং প্রিয়ামণি। শুধু তা-ই নয়, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রাবণন, পোনভান্নান, সম্পত রাজ, সুজাতা শিবকুমার এবং আরও আরও অনেক তারকা। যা দর্শকদের থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়ে নিয়েছে।
advertisement
3/7
আসলে এই ছবিটি তৈরি হয়েছিল তামিল ভাষাতেই। মূলত কার্তি এবং প্রিয়ামণিকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প। শৈশবে তাঁরা একে অপরের প্রেমে পড়েছিল। বেড়ে ওঠার পরেও অবশ্য নিজের ভালবাসাকে ভুলতে পারেনি মেয়েটি। এরপর সিদ্ধান্ত নেয় যে, বিয়ে করলে শুধু নিজের প্রেমিককেই বিয়ে করবে সে। কিন্তু এরই মাঝে ছেলেটির জীবনে আসে বদল। কারণ নিজের কাকার সঙ্গে মিশে বিগড়ে যায় সে।
advertisement
4/7
ওই ছেলেটিকে ভয় পেত গোটা গ্রামই। কারণ সকলের সঙ্গেই তার ঝামেলা হয়ে যেত। মদ্যপান করে শুধু মারামারি করাই ছিল তার রোজকার কাজ। কিছু সময় পরে মেয়েটির প্রতি নিজের মনের অনুভূতির কথা বুঝতে পারে সে। এরপর তারা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কারণ এই সম্পর্ক মেনে নেয়নি মেয়েটির বাবা।
advertisement
5/7
তবে ‘পারুথিভিরান’ ছবির ক্লাইম্যাক্সটা দর্শকদের বেশ আবেগপ্রবণ করে দেবে। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল কার্তি এবং প্রিয়ামণি অভিনীত এই ছবিটি। বড় পর্দায় মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে হিট হয় ছবিটি। আর তা অবিলম্বে দর্শকদের ভালবাসা কুড়িয়ে নেয়। বক্স অফিসে এই ছবিটি ব্লকবাস্টার বলে প্রমাণিত হয়েছে।
advertisement
6/7
আইএমডিবি-র রিপোর্ট অনুযায়ী, ‘পারুথিভিরান’ ছবির জন্য সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পান প্রিয়ামণি। অন্যদিকে সেরা অভিনেতা ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন কার্তি। সব মিলিয়ে ‘পারুথিভিরান’ ছবিটির ঝুলিতে এসেছিল মোট ২২টি পুরস্কার। যা অন্যতম বড় রেকর্ড গড়েছে। তবে সতেরো বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই হইহই পড়ে গিয়েছিল। তবে আজকাল অবশ্য ওটিটি-তে পাওয়া যায় না এই ছবিটি।
advertisement
7/7
তবে ভাল খবর হল, ‘পারুথিভিরান’ ছবিটি ইউটিউবে দেখা যেতে পারে। আর সুন্দর এই ছবিটি উপভোগ করার জন্য একটা টাকাও খরচ করতে হবে না দর্শকদের। ইউটিউবে হিন্দি ভাষাতেও পাওয়া যাচ্ছে ছবিটি। ‘পারুথিভিরান’ পরিচালনা করেছেন আমির সুলতান। আইএমডিবি-তে এই ছবিটির রেটিং ১০-এর মধ্যে ৮.২।