Bengali Web series: ‘অবনী সেনের ৭নং কেস’-এর প্রিমিয়ারে তারকার মেলা, ব্যর্থ গোয়েন্দার গল্পে বাজিমাত
- Reported by:Manash Basak
- Published by:Teesta Barman
Last Updated:
Bengali Web series: পরিচালক বলেন, ‘‘এই সিরিজের বিষয়বস্তু যতটা না ‘ডিটেকটিভ স্টোরি’, তার থেকে অনেক বেশি এক জন ডিটেকটিভের স্টোরি। রেডিমেড হিরোয়িক গোয়েন্দা তো অনেক দেখলাম, এবার না হয় একটা গোয়েন্দার তৈরি হওয়ার যাত্রাটা দেখি।’’
advertisement
1/6

নতুন ওয়েবসিরিজ ‘অবনী সেনের ৭নং কেস’-এর প্রিমিয়ারে তারকার মেলা। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে প্রিমিয়ার হল এই ওয়েব সিরিজের। একঝাঁক তারকা নিয়ে মুক্তি পেয়েছে এমএক্স প্লেয়ার ওটিটি প্ল্যাটফর্মে।
advertisement
2/6
সিরিজের মুখ্য চরিত্রে ডিটেকটিভ অবনী সেনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায়। অভিনয় করেছেন যুধাজিৎ সরকার, বিবৃতি চট্টোপাধ্যায়, সুব্রত গুহ রায়, সৌম্য মজুমদার, কৌশিক গোস্বামী, দিশা ভট্টাচার্য, সুস্মিতা রায় এবং রজতাভ দত্ত।
advertisement
3/6
সিরিজের প্রিমিয়ারে পরিচালক নীল নওয়াজ বলেন, ‘‘এই সিরিজের বিষয়বস্তু যতটা না ‘ডিটেকটিভ স্টোরি’, তার থেকে অনেক বেশি এক জন ডিটেকটিভের স্টোরি। রেডিমেড হিরোয়িক গোয়েন্দা তো অনেক দেখলাম, এবার না হয় একটা গোয়েন্দার তৈরি হওয়ার যাত্রাটা দেখি।’’
advertisement
4/6
৯০ দশকের তাবর গোয়েন্দা দক্ষিণারঞ্জন সেন। ছিঁচকে চোর থেকে দুঁদে হত্যাকারী, কেউই এড়িয়ে যেতে পারেনি দক্ষিণারঞ্জনের তদন্তকে। কিন্তু এই গল্প দক্ষিণারঞ্জনের নয়। এটা অবনীর গল্প। সেই অবনী সেন।
advertisement
5/6
দক্ষিণারঞ্জনের সুপুত্র কখনওই তার যোগ্য উত্তরসূরি হতে পারেনি। কিন্তু ছোটবেলায় অবনী যখন তার ঠাকুমার কাছে দক্ষিণারঞ্জনের রোমাঞ্চকর সব গল্প শুনত, তখনই তার মাথায় গোয়েন্দা হওয়ার ভূত জাঁকিয়ে বসে। বাবার নাম ভাঙিয়ে ৬টা কেসও সে পায়। কিন্তু কর্মদক্ষতা ও তীক্ষ্ণ বুদ্ধির অভাবে কোনও কেসই সে সমাধান করতে পারেনি। অগত্যা কেস পাওয়া বন্ধ। এখন তাকে সবাই ডিটেকটিভ নয়, ডিফেকটিভ নামে ডাকে। এই সিরিজের প্রথম সিজন শুরু হয় এখানেই।
advertisement
6/6
অবনীর অন্তিম পরিণতি দেখতে চোখ রাখতে হবে ‘অবনী সেনের ৭নং কেস’-এ। সিরিজটির নির্মাণে লেখক পরিচালক নীল নওয়াজের সঙ্গে ক্রিয়েটার টিমের দায়িত্বে আছেন অ্যাসোসিয়েট ডিরেক্টর আহেরি মুখোপাধ্যায় এবং সিনেমাটোগ্রাফার সাগ্নিক। ওয়েবসিরিজটি মুক্তি পাবে ‘শ্যাল্পিকা এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে।