TRENDING:

শাড়ি ছেড়ে একেবারে বিকিনি-তে 'মিতুলের শাশুড়ি'! গোয়ার বিচে এ যেন এক অন্য নন্দিনী!

Last Updated:
এভাবে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরতে পারেন, তা এই ছবি না দেখলে বোঝা যেত না৷ একেবারে কেতাদুরস্ত নন্দিনী চট্টোপাধ্যায়
advertisement
1/7
শাড়ি ছেড়ে একেবারে বিকিনি-তে 'মিতুলের শাশুড়ি'! গোয়ার বিচে এ যেন এক অন্য নন্দি
অপরাজিতা অপু ধারাবাহিকটি শেষ হয়ে গিয়েছে৷ তবে আন্টি ২-কে এখনও সকলের মনে রয়েছে৷ ধারাবাহিকের অন্যতম খল চরিত্র৷ এই চরিত্রে দারুণ ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়৷ অত্যন্ত দাপুটে অভিনেত্রী তিনি৷ পর্দায় খুবই মানিয়েছিল তাঁর চরিত্রটি৷ এছাড়াও তাঁকে দেখা গিয়েছে হিন্দি সিরিয়াল রিস্তো কা মাঞ্ঝা ধারাবাহিকে৷ প্রধান চরিত্রের মায়ের ভূমিকায় ছিলেন তিনি৷ এখন নন্দিনীকে নিয়মিত দেখা যায় খেলনা বাড়ি সিরিয়ালে৷
advertisement
2/7
এখন নন্দিনী চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে গোয়ার সমুদ্র সৈকতে৷ একেবারে অন্য রূপে তাঁকে দেখা যাচ্ছে৷ যে এক ঝলকে চেনাই দায়৷
advertisement
3/7
সিরিয়ালে বেশির ভাগ সময় তাঁকে শাড়ি পরেই দেখা যায়৷ সঙ্গে ভারী গয়না৷ মোটা কাজল৷ মোটের উপর সিরিয়ালে এভাবেই দেখা যায় তাঁকে৷ কিন্তু এই নন্দিনীকে কেউ চিনতে পারবেন না এক ঝলকে!
advertisement
4/7
শাড়ি ছেড়ে বিকিনিতে তিনি! একেবার টানটান মেদহীন শরীর! ধারাবাহিকে নায়কের মা বাস্তবে স্বপ্নসুন্দরী৷ গোয়ায় গিয়ে একেবারে বিন্দাস মুডে নন্দিনী চট্টোপাধ্যায়৷
advertisement
5/7
এভাবে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী৷ এমনভাবে দাঁড়ালেন ক্যামেরার সামনে, যেন সত্যিই ঝড় উঠল!
advertisement
6/7
সিরিয়ালে দেখলে কী বোঝা যায় যে, তিনি এতটা গ্ল্যামারাস৷ এভাবে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরতে পারেন, তা এই ছবি না দেখলে বোঝা যেত না৷ তবে শুধু নিজের সুন্দর সাজ নয়৷
advertisement
7/7
নন্দিনী দারুণ শিল্পী, তিনি আঁকেন খুবই সুন্দর৷ সব মিলিয়ে ধারাবাহিকের খল, বাস্তবে খুবই সুন্দর একজন মানুষ, এটা বলাই বাহুল্য৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
শাড়ি ছেড়ে একেবারে বিকিনি-তে 'মিতুলের শাশুড়ি'! গোয়ার বিচে এ যেন এক অন্য নন্দিনী!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল