Anindita-Sudip Baby: অনিন্দিতা-সুদীপের ঘরে এল 'লক্ষ্মী'! হার্ট ইমোজি দিয়ে করলেন ছবি পোস্ট
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তিনি খুব তাড়াতাড়ি কাজে ফিরবেন অনিন্দিতা৷ তবে আপাতত ম্যার্টানিটি লিভ-এ রয়েছেন অনিন্দিতা৷ এখন সন্তানের দেখভাল করবেন মন দিয়ে৷
advertisement
1/7

মা হলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী৷ কোল আলো করে এল সন্তান৷ নিম ফুলের মধু-তেঁতুলপাতা সিরিয়ালের অভিনেত্রীর ঘরে খুশির হাওয়া৷
advertisement
2/7
মেয়ের জন্মের কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অনিন্দিতা৷ একটি ফোটো কার্ড শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট বাচ্চার হৃদয়৷ রয়েছে একটি হার্ট ইমোজি। তাতে লেখা হয়েছে ‘৩ মার্চ ২০২৫। সুদীপ ও অনিন্দিতা।’
advertisement
3/7
১ জানুয়ারির দিন গুড নিউজ দেন অনিন্দিতা৷ ফোটো কার্ড শেয়ার করেন সকলকে জানিয়ে দেন তিনি মা হতে চলেছেন। লেখা রয়েছে ‘দেখা হচ্ছে বন্ধুরা’। আর সঙ্গে লেখা ছিল সন্তানের জন্মের ডেট- মার্চ, ২০২৫।
advertisement
4/7
এই সময়টা নিয়মিত কাজ করেছেন অনিন্দিতা৷ তেঁতুলপাতা সিরিয়ালে তিনি কাজ করেন৷ ডেলিভারির সপ্তাহখানেক আগে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কাজ থেকে বিরতি নেন তিনি।
advertisement
5/7
২০২২ সালে ২৬ জানুয়ারি বিয়ে করেন অনিন্দিতা রায়চৌধুরি আর সুদীপ সরকার। তিন বছর পর টলিউড দম্পতির কোলে এল তাঁদের প্রথম সন্তান, ফুটফুটে এক কন্যা সন্তান।
advertisement
6/7
শেষ দিনের শ্যুট হওয়ার আগে, তেঁতুলপাতা টিমের পক্ষ থেকে তাঁকে সাধ খাওয়ানো হয়৷ ছিল এলাহি আয়োজন। নানা ধরনের খাবার, মিষ্টি ছিল।
advertisement
7/7
তিনি খুব তাড়াতাড়ি কাজে ফিরবেন অনিন্দিতা৷ তবে আপাতত ম্যার্টানিটি লিভ-এ রয়েছেন অনিন্দিতা৷ এখন সন্তানের দেখভাল করবেন মন দিয়ে৷ অনিন্দিতা ও সুদীপকে তাঁদের মেয়ের জন্মের জন্য অনেক শুভেচ্ছা