Ridhima Ghosh Baby Bump: 'বেবি বাম্প' আগলে ঋদ্ধিমা! আবারও কি মা হচ্ছেন গৌরব পত্নী? ৪ মাসের খুদের কি খেলার সঙ্গী আসছে?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ridhima Ghosh Baby Bump: ছেলের বয়স সবেমাত্র ৪ মাস, এর মধ্যেই ফের বেবি বাম্প আগলে ছবি পোস্ট করে সকলকে অবাক করে দিয়েছেন ঋদ্ধিমা৷
advertisement
1/5

টলি অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ সবসময়েই খবরের শিরোনামে রয়েছেন৷ সদ্যই মা হয়েছেন নায়িকা৷ গৌরব ও ঋদ্ধিমার কোল আলো করে এসেছে ফুটফুটো পুত্রসন্তান৷ ছেলের বয়স সবেমাত্র ৪ মাস, এর মধ্যেই ফের বেবি বাম্প আগলে ছবি পোস্ট করে সকলকে অবাক করে দিয়েছেন ঋদ্ধিমা৷
advertisement
2/5
গত বছর ১৬ সেপ্টেম্বর প্রথম সন্তানের জন্ম হয়েছে গৌরব ও ঋদ্ধিমার ৷ এর মধ্যেই ফের বেবি বাম্পের ছবি পোস্ট করতেই শুরু হয়েছে চর্চা৷ তবে কি ফের মা হচ্ছেন গৌরব পত্নী ঋদ্ধিমা৷ উঠছে একাধিক প্রশ্ন৷
advertisement
3/5
ঋদ্ধিমার শেয়ার করা ছবিতে বেগুনি রঙের হাই স্লিট গাউন পরে দেখা গেছে নায়িকাকে৷ সুস্পষ্ট বেবি বাম্প আগলে ধরে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী৷ মুখে হাসি,কার্ল করা চুলে মাতৃত্বের আভা ঠিকরে বেরোচ্ছে৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
4/5
তবে ঋদ্ধিমা এই ছবিটার সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন৷ একঝলকে ছবি দেখলে অনেকেই চমকে গেছেন৷ কিন্তু ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- 'পুরনো সেই দিন, যখন আমার একরত্তির সঙ্গে দেখা করার জন্য দিন গুনছিলাম৷'
advertisement
5/5
২০১০ সাল থেকে সম্পর্কে রয়েছেন গৌরব ও ঋদ্ধিমা৷ ২০১৭ সালে ২৮ শে নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন তারকা জুটি৷ বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হয়েছেন তারকা দম্পতি৷ আপাতত অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন অভিনেত্রী৷ তবে শীঘ্রই কাজে ফিরবেন ব্যোমকেশের সত্যবতী৷