Bappi Lahiri Passes Away: বাপ্পি লাহিড়ি আজ আর নেই, রইল তাঁর বিপুল সোনা ও সম্পত্তি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bappi Lahiri ad Gold: সোনা -র সঙ্গীত পরিচালক, গায়ক, গানে এনেছেন এক ফিউশন কিন্তু তা ছাড়াও বাপ্পি লাহিড়ি বললেই যে কথাটা মনে হয় তা হল বাপ্পি লাহিড়ির সোনা-র প্রতি আকর্ষণ৷
advertisement
1/5

#কলকাতা: বাপ্পি লাহিড়ি- (Bappi Lahiri) টলিউড -বলিউডে দাপটের সঙ্গে বছরের পর বছর ধরে রাজত্ব করা একা সুর সম্রাট৷ তাঁর হঠাৎ প্রয়াণের (Bappi Lahiri Passes Away) খবরে শোকস্তব্ধ সঙ্গীত দুনিয়া ও সঙ্গীতপ্রেমীরা৷ রেখে গেলেন তাঁর হাজার কম্পোজিশন যা যুগ যুগ ধরে মানুষের মনে থেকে যাবে৷ নিজের সঙ্গীত ছাড়া আরও একটা জিনিসের জন্য বাপ্পি লাহিড়ির স্মৃতি সকলের মনে অমলিন থাকবে তা হল বাপ্পি লাহিড়ির সোনার সংগ্রহ (Bappi Lahiri Gold Assests) ৷ সোনা ও বাপ্পি লাহিড়ি সমার্থক (Bappi Lahiri and gold)৷ বাপ্পি লাহিড়ি নিজের সঙ্গে এই সোনায় মোড়া শরীরকেও একেবারে সমার্থক করে নিয়েছিলেন৷ Photo-File
advertisement
2/5
৮০-র দশকে নিজের গানের জন্য সকলকে মুগ্ধ করে দিয়েছেন৷ সকলেই তাঁর সুরে ডিস্কো ডান্স করেছেন৷ ১৯৮২ সালে মিঠুন চক্রবর্তী -র ছবি ডিস্কো ডান্সার ইতিহাস রচনা করেছেন৷ এক প্যাশনের সঙ্গে তাঁর গান শোনা হত৷ তবে ৮০-র দশকের গান সেই সময়ের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে গেছে দেশ কালের সীমা অতিক্রম করে৷ তাঁর সোনার প্রতি প্রেম (Bappi Lahiri and gold) সকলেরই জানা, বাপ্পি লাহিড়িকে যখনই দেখা গেছে তাঁর গলায় অসংখ্য সোনার চেন , হাতে সোনার বিভিন্ন অলঙ্কার সহই তাঁকে দেখা গেছে৷ Photo-File
advertisement
3/5
বাপ্পি লাহিড়ির মোট সম্পত্তির (Bappi Lahiri Assests) পরিমাণ ৩ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২ কোটি টাকার সম্পত্তি৷ বাপ্পি লাহিড়ির মাসিক আয় ২০ লক্ষ টাকা এবং বাৎসরিক আয় ২ কোটি টাকারও বেশি ছিল৷ বিভিন্ন মিউজিক কম্পোজিশনের পাশাপাশি স্টেজ শো-থেকে প্রচুর রোজগার করতেন৷ তিনি সিনেমার একটা গানের জন্য ৮ থেকে ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন৷ এই তথ্য কারনলেজে-২০২১ -র হিসাব অনুযায়ি৷ Photo-File
advertisement
4/5
তাঁর সোনার গয়না ছাড়া দামি গাড়ির প্রতিও দারুণ আকর্ষণ (Bappi Lahiri Assests) ছিল৷ তাঁর মহারাষ্ট্রের মুম্বইতে ২০০১ বাড়ি কেনেন৷ তাঁর বাড়ির ভ্যালু ৩.৫ কোটি টাকার৷ বাপ্পি লাহিড়ির ৫ টি অত্যন্ত দামি গাড়ির মধ্যে বিএলডাব্লু, আউডি-র মতো গাড়ি ছিল৷ তাঁর কাছে ৫৫ লক্ষ টাকার টেসলা গাড়িও ছিল৷ Photo-File
advertisement
5/5
সোনার গয়নার (Bappi Lahiri and gold) ওপর তাঁর আকর্ষণ ছিল সবচেয়ে বেশি৷ ২০১৪ সালে নির্বাচনের জন্য সম্পত্তির ডিক্লারেশনে তিনি জানিয়েছিলেন তাঁর কাছে ৭৫৪ গ্রাম সোনা রয়েছে৷ Photo-File