TRENDING:

Actor: বাঁকুড়ার 'এই' ছেলে দাঁপিয়ে বেড়াচ্ছেন বলিউডে, অমিতাভ-আমির-অক্ষয় সকলেরই প্রিয় তিনি, চেনেন বাংলার অভিনেতাকে?

Last Updated:
Actor: বাঁকুড়া থেকে বলিউড! তালাশে আমির খান থেকে ভূতনাথ রিটার্নসে অমিতাভ বচ্চন, ভারতীয় সিনেমার কিংবদন্তিদের সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে সমরেশ বসুর 'প্রজাপতি' তে মুখ্য চরিত্রে অভিনয় করে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
advertisement
1/6
বাঁকুড়ার 'এই' ছেলে দাঁপিয়ে বেড়াচ্ছেন বলিউডে, অমিতাভ-আমির-অক্ষয় সকলের প্রিয় তিনি,চেনেন
বাঁকুড়া থেকে বলিউড! তালাশে আমির খান থেকে ভূতনাথ রিটার্নসে অমিতাভ বচ্চন, ভারতীয় সিনেমার কিংবদন্তিদের সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে সমরেশ বসুর 'প্রজাপতি' তে মুখ্য চরিত্রে অভিনয় করে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। কথাটা শুনে যতটা অবিশ্বাস্য লাগছে ঠিক ততটাই অনুপ্রেরণার এক গল্পগাথা। বাঁকুড়ার ভূমিপুত্র সুব্রত দত্ত এই অসম্ভব কাজটা করে দেখিয়েছেন।( ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
মঙ্গল পাণ্ডে'তে অভিনয় করেছেন আমির খানের সঙ্গে। বাঁকুড়া সুব্রত দত্ত, গোটা ভারতবর্ষ জুড়ে করেছেন সিনেমা।(ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
3/6
রুপালি পর্দায় মনে প্রাণে বাঁকড়ী সুব্রত দত্তকে দেখা গেছে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করতে। পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা বাঁকুড়া থেকে অভিনয় এবং চলচিত্রের পীঠস্থান, বহু যুবক যুবতীর স্বপ্ন বলিউডে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
4/6
ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর চার্লস ওয়ালেস ট্রাস্ট, নয়াদিল্লি থেকে একটি বৃত্তি পান এবং লন্ডনের সেন্ট্রাল স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামাতে যোগ দেন। একজন থিয়েটার শিল্পী হিসেবে তাঁর অভিনয় জীবনের শুরু এবং চলচ্চিত্রে যোগদানের আগে ৩৫টি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
5/6
অভিনেতা সুব্রত দত্ত জানান, 'বিবর'- এর জন্য তিনি ২০০৬ এ ওসিয়ান সিনেফ্যান ইন্টারন্যাশনাল কম্পেটিশন এ শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান।( ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
6/6
এত জনপ্রিয়তা মানুষের ভালবাসা এবং খ্যাতি থাকা সত্বেও মাটির সঙ্গে একাত্ম সুব্রত দত্ত।( ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actor: বাঁকুড়ার 'এই' ছেলে দাঁপিয়ে বেড়াচ্ছেন বলিউডে, অমিতাভ-আমির-অক্ষয় সকলেরই প্রিয় তিনি, চেনেন বাংলার অভিনেতাকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল