হাওয়া বইছে কলকাতায়! হলুদ ট্যাক্সি, চার্চ আর সামনে 'হাওয়া' স্কার্ট উড়িয়ে ওপারের নাজিফা, এ যেন এক 'স্বপ্ন যাত্রা'
- Published by:Aryama Das
Last Updated:
কখনও বা ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবি, কখনও বা ট্যাক্সির ড্রাইভার সিটে বসে নাজিফা।
advertisement
1/8

কলকাতায় নাজিফা। এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় সিনেমা 'হাওয়া'-এর অভিনেত্রী নাজিফা তুষির কথা হচ্ছে।
advertisement
2/8
বড়দিনের শহরে হলুদ ট্যাক্সি এবং চার্চের সামনে 'হাওয়া'-এ উড়ছেন অভিনেত্রী।
advertisement
3/8
তিনি নিজেই ফেসবুক গোটা কয়েক ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনি কলকাতার হাওয়াতে উড়ছেন।
advertisement
4/8
কখনও বা ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবি, কখনও বা ট্যাক্সির ড্রাইভার সিটে বসে নাজিফা।
advertisement
5/8
কালো ক্রপ টপ এবং স্কার্টে চারদিক দিয়ে লেখা হাওয়া। আর তিনি যখন লাফাচ্ছেন, তখন সত্যিই মনে হচ্ছে হাওয়ায় উড়ছেন তিনি।
advertisement
6/8
কাজল কালো চোখ, কালো টিপ, মিষ্টি হাসি আর কালো পোশাকে নজর কাড়লেন অভিনেত্রী।
advertisement
7/8
২৫ ডিসেম্বর রাতে নেটমাধ্যমে পোস্ট করেছেন ১৪টি ছবি
advertisement
8/8
আইসক্রিম দিয়ে যাত্রা শুরু হলেও ছিল না জনপ্রিয়তা। 'হাওয়া'-এর পরে এখন তিনি দুই বাংলায় জনপ্রিয় মুখ।