TRENDING:

Azmeri Haque Badhon : কানের নীল আকাশে রঙ বোলাচ্ছেন! কলকাতাকে কোন নেশায় বাঁধবেন এই বাঙালিনী?

Last Updated:
Azmeri Haque Badhon : আলো-আঁধারিতে সেই মেয়েই মুশকান জুবেরী। যে নারীকে স্বপনে জাগরণে চান না এমন বাঙালি পুরুষ খুঁজে পাওয়া ভার।
advertisement
1/9
কানের নীল আকাশে রঙ বোলাচ্ছেন! কলকাতাকে কোন নেশায় বাঁধবেন এই বাঙালিনী?
রহস্যের নাম ‘মুসকান জুবেরী’! ইদানিং নাকি তাঁর ঠিকানা কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রাঙ্গন। সেখানেই নাকি ঢাকায় শাড়ির আড়ালে আকর্ষণের উপাখ্যান লিখছেন বাংলাদেশী মডেল-অভিনেত্রী আজমেরী হক বাঁধন। যিনি কলকাতার বুকে কাব্য লিখবেন খুব শিগগিরি। সৌজন্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই এবার টলিউডে পা রাখতে চলেছেন বাংলাদেশী ‘সেন্সেশন’ বাঁধন।
advertisement
2/9
টলিগঞ্জের দর্শক এই নামের সঙ্গে খুব বেশি পরিচিত না হলেও সম্প্রতি কানের লাল গালিচায় ঢাকাই জামদানিতে ঝড় তুলেছেন যিনি, সেই বাঁধনই টলিউড জার্নি শুরু করছেন সৃজিতের হাত ধরে। মুসকান জুবেরীর চরিত্রে চমকে দিলেন এই বাংলাদেশি অভিনেত্রী।
advertisement
3/9
জুলাই মাসের এই বর্ষার মরশুমেও কানে এখন দুধসাদা আকাশ! আর সেই আকাশ জুড়ে নীল-সাদা মেঘ! তারই ফেস্টিভ্যালের অনুষ্ঠানের বাইরে বাদামি বালি-বিচে সেই নীল আকাশকে পেছনে রেখেই ফটোসেশন চলছে বাদামি সুন্দরীর। গাঢ় নীল রঙের পোশাকের পরে লাল রঙে ভক্তদের মাতাল করেছে বাঁধনের সেইসব নজরকাড়া ছবি।
advertisement
4/9
গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় বাংলা ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি’র ট্রেলার। আর সেখানেই ‘মুসকান জুবেরী’-কে দেখে চমকেছেন বাংলার সিনে প্রেমী দর্শক। ছবিতে চমক বরাবরই দেখিয়েছেন সৃজিত। কখনও তার বিষয়বস্তুতে তো কখনও নতুন মুখকে কাজে লাগিয়ে। কিন্তু মুশকান জুবেরীকে দেখে অনেক নাক কোঁচকানো শিল্প সমঝদারও বলছে এ মেয়ে অনেকদূর যাবেন এই বাংলায়।
advertisement
5/9
ওপার বাংলা থেকে এই প্রথম এদেশে অভিনয় করতে এলেন আজমেরি হক বাঁধন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কাজ দেখে থাকলেও তাঁর সঙ্গে কোনও যোগাযোগ ছিল না বলে জানিয়েছেন বাঁধন। বাংলাদেশে তিনি মূলত টেলিভিশনে অভিনয় করেন। অতিমারীর মধ্যেই হঠাৎ সৃজিতের হোয়াটসঅ্যাপ পান বলে জানিয়েছেন নায়িকা। কিন্তু তিনি বিশ্বাস করেন নি। পরে সৃজিত বাংলাদেশের এক প্রযোজকের মাধ্যমে কন-কল করে তাঁর নাগাল পান, বলে খবর।
advertisement
6/9
মুসকান জুবেরীর মত একটা শক্তিশালী চরিত্রে অভিনয় করানোর আগে মহম্মদ নাজিমউদ্দিনের লেখা উপন্যাসটি বাঁধনকে পাঠান সৃজিত। বাংলাদেশেও বাঁধন ছোটপর্দায় খুবই পরিচিত মুখ। তাঁর বিভিন্ন নাটক ও সিরিয়াল সেদেশে খুবই আদৃত।
advertisement
7/9
কিন্তু 'মুসকান জুবেরীর চরিত্রটি চ্যালেঞ্জিং। তাই পরতে পরতে সেই চরিত্রকে সাতমাস ধরে অনলাইন ওয়ার্কশপের মাধ্যমে আবিষ্কার করেছেন বাঁধন। আর তারই ঝলক দেখা গিয়েছে সদ্য প্রকাশিত টিজারে।
advertisement
8/9
কখনও পাহাড়ের বরফ তো কখনও পুরোনো বাড়ির চওড়া সিঁড়িতে তাঁকে আবিষ্কার করেছে এই বাংলার দর্শক। এই বাঁধনের যে এক অমোঘ বন্ধন আছে সে কথা মেনে নেবেন সকলেই।
advertisement
9/9
আলো-আঁধারিতে সেই মেয়েই মুশকান জুবেরী। যে নারীকে স্বপনে জাগরণে চান না এমন বাঙালি পুরুষ খুঁজে পাওয়া ভার।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Azmeri Haque Badhon : কানের নীল আকাশে রঙ বোলাচ্ছেন! কলকাতাকে কোন নেশায় বাঁধবেন এই বাঙালিনী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল