Death News: মাত্র ৪৭-এই সব শেষ! ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার নায়িকার স্বামীর! শোকের কালো ছায়া
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Death News: নতুন বছরের শুরুতেই অঘটন। লস অ্যাঞ্জেলসের বাড়িতে উদ্ধার হলিউড অভিনেত্রী অব্রে প্লাজার স্বামী জেফ বেনার দেহ। জেফ পেশায় একজন লেখক এবং পরিচালক।
advertisement
1/4

জানা যায়, বিলাসবহুল সেই বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৪৭ বছর বয়সি জেফের দেহ। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যুর তদন্ত শুরু করতে আসে।
advertisement
2/4
অব্রে এবং জেফ বহু বছর সম্পর্কে থাকার পর ২০২১ সালে ঘরোয়া একটি অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। এবং তাঁদের কোনও সন্তান হয়নি।
advertisement
3/4
দশ বছরের প্রেম। চার বছরের দাম্পত্য। কিন্তু আচমকাই ভাঙন। সূত্রের খবর, জেফ নিজেই এই চরম পদক্ষেপ করেন।
advertisement
4/4
অব্রের তরফে তাঁর প্রতিনিধি একটি বিবৃতি দিয়ে লেখেন, 'জেফের পরিবার পরিবারটি বিধ্বস্ত এবং এই কঠিন সময়ে গোপনীয়তার জন্য অনুরোধ করছে।'