প্রেমের জোয়ারে... দীর্ঘদিন প্রেমের পরে সাত পাকে বাঁধা পড়লেন 'কিঁউ কি সাস ভি কাভি বহু থি' ধারাবাহিকের জনপ্রিয় জুটি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অশ্লেষা সাওয়ান্ত ও সন্দীপ বাসওয়ানা ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করলেন. ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে বলিউড তারকাদের শুভেচ্ছা পেলেন নবদম্পতি.
advertisement
1/7

দীর্ঘ সময়ের প্রেমের পরে 'কিঁউ কি সাস ভি কাভি বহু থি'-র অভিনেতা অশ্লেষা সাওয়ান্ত এবং সন্দীপ বাসওয়ানা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অবশেষে। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই এক হয়েছে চার হাত।
advertisement
2/7
ইনস্টাগ্রামে তাঁরা নিজেরাই সব ছবি শেয়ার করেছেন যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে।
advertisement
3/7
প্যাস্টেল গোলাপী রঙের প্যাস্টেল শেডের ল্যাহেঙ্গায় অনিন্দ্যসুন্দর লাগছিল কনেকে।
advertisement
4/7
তার সঙ্গে সন্দীপ পরেছিলেন প্যাস্টেল শেরওয়ানি এবং মানানসই পাগড়ি।
advertisement
5/7
ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করে দম্পতি লিখেছেন, “আর ঠিক এভাবেই, আমরা মিস্টার অ্যান্ড মিসেস হলাম। আপনাদের আশীর্বাদের জন্য আমরা কৃতজ্ঞ...”
advertisement
6/7
তাঁদের পোস্টে শুভেচ্ছায় ভরিয়েছেন বলিউডের অনেকেই। কিশওয়ার মার্চেন্ট তাঁকে অভিনন্দন জানিয়েছেন। পুলকিত সম্রাট, দিশা পারমার, স্মৃতি ঝা, নাকুল মেহতা, নিধি শাহ, পূজা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া শুক্লা, মাহি ভিজ, সুধাংশু পান্ডে, মুসকান বামনে এবং আরও অনেকে নবদম্পতিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
7/7
২০২৪ সালের এপ্রিলে বোম্বে টাইমসের সঙ্গে কথোপকথনের সময় তাঁরা তাঁদের প্রেম নিয়ে সবটাই বলেছেন। এবার সেই প্রেমেরই পরিণতি...