Aryan Khan with Bhojpuri Actress: লাস্যময়ী ভোজপুরী নায়িকার সঙ্গে নাইটক্লাবে শাহরুখ-পুত্র আরিয়ান! ভাইরাল ছবিতে কটাক্ষ
- Published by:Teesta Barman
Last Updated:
Aryan Khan with Bhojpuri Actress: কে এই নেহা? চারদিকে খোঁজ পড়েছে তাঁর। পঞ্জাবি এবং ভোজপুরী গানের ভিডিওতে অভিনয় করতে দেখা যায় নায়িকাকে।
advertisement
1/5

ফের নৈশপার্টিতে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সঙ্গে আবার ভোজপুরী নায়িকা নেহা মালিক। দু'জনের ছবিতে উত্তাল নেটপাড়া। ধেয়ে এল কটাক্ষ।
advertisement
2/5
কে এই নেহা? চারদিকে খোঁজ পড়েছে তাঁর। পঞ্জাবি এবং ভোজপুরী গানের ভিডিওতে অভিনয় করতে দেখা যায় নায়িকাকে। খোলামেলা পোশাক পরার কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁর নামডাক প্রচুর।
advertisement
3/5
সম্প্রতি সেই নায়িকাই হঠাৎ ছবি দিলেন এক পার্টির অন্দরমহলের। যেখানে তাঁর পাশে দেখা গেল শাহরুখ-পুত্রকে। আর তাই নিয়ে শোরগোল। একসঙ্গে পার্টিতে কী করছেন তাঁরা? রসায়ন কেমন?
advertisement
4/5
নেহার কথায়, পার্টিতেই আরিয়ানের সঙ্গে দেখা হয় আরিয়ানের। আর তাই তারকা-সন্তানের সঙ্গে সেল্ফি তোলেন তিনি। শনিবার রাতের এই পার্টিতে লাল রঙের ওয়ান পিস পরে দেখা গেল নেহাকে।
advertisement
5/5
কিন্তু কটাক্ষকারীরা যে আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলার ঘটনা ভোলেননি, তার প্রমাণ পাওয়া গেল ছবির মন্তব্য বাক্সে। তাঁকে মাদকাসক্তর তকমা দেওয়া হল সেখানেই।