Arijit Singh: তিনি এখন সিনেমা-পরিচালকও, শান্তিনিকেতনে পড়েছে সেট, স্ত্রী কোয়েলের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার অরিজিতের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আনুষ্ঠানিক ঘোষণা না করলেও কানাঘুষো, গায়কের হিন্দি ছবির নাম ‘ভয়’। আর সেই ছবিতেই নাকি একফ্রেমে ধরা দেবেন নওয়াজউদ্দিন, পঙ্কজ ত্রিপাঠী!
advertisement
1/9

বিশ্বমানের শিল্পী, জগৎজোড়া খ্যাতি। তবু থাকেন মাটির কাছাকাছি। শিকড়ের টানে মুম্বই ছেড়ে আসেন জন্মভিটে জিয়াগঞ্জে। সেখানেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার। তিনি অরিজিৎ সিংহ। সাফল্য ও অর্থ নাকি মানুষের মাথা ঘুরিয়ে দেয়। কিন্তু সেখানেই সকলের থেকে আলাদা অরিজিৎ।Image: Instagram
advertisement
2/9
শিকড়ের টানে মুম্বই ছেড়ে জন্মভিটে জিয়াগঞ্জে ছুটে আসেন অরিজিৎ। সেখানেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার।Image: Instagram
advertisement
3/9
কথায় বলে, সাফল্য, অর্থ, প্রতিপত্তি নাকি মানুষের মাথা ঘুরিয়ে দেয়। কিন্তু সেখানেই সকলের থেকে আলাদা অরিজিৎ। তিনি সাফল্যের শীর্ষে থেকেও শিকড় ছুঁয়েImage: Instagram
advertisement
4/9
একসঙ্গে পড়াশোনা করতেন অরিজিৎ-কোয়েল, বলা ভালো সোমু আর ঝুমা।Image: Instagram
advertisement
5/9
‘ফেম গুরুকুল’-এর মঞ্চেও কোয়েলকে ভালোবাসার কথা ফলাও করে বলেছিলেন অরিজিৎ। কিন্তু ভাগ্যের পরিহাসে আলাদা হন তাঁরা। মুম্বইতে অরিজিৎ যখন স্ট্রাগল করছেন নিজের পরিচিত তৈরির জন্য তখন নিজের অমতেই অন্যত্র বিয়ে হয় কোয়েলের। সেই বিয়ের সুখের হয়নি।Image: Instagram
advertisement
6/9
মুম্বইতে পায়ের নীচে মাটি শক্ত হতেই কোয়েলের হাতটা ফের শক্ত করে ধরেন অরিজিৎ। ততদিনে গায়কের প্রথম বিয়েও ভেঙেছে।Image: Instagram
advertisement
7/9
গায়ক এবার পরিচালকের আসনে। অরিজিৎ সিং সিনেমা তৈরি করছেন, সেট পড়েছে শান্তিনিকেতনে।Image: Instagram
advertisement
8/9
আনুষ্ঠানিক ঘোষণা না করলেও কানাঘুষো, গায়কের হিন্দি ছবির নাম ‘ভয়’। আর সেই ছবিতেই নাকি একফ্রেমে ধরা দেবেন নওয়াজউদ্দিন, পঙ্কজ ত্রিপাঠী!Image: Instagramচ
advertisement
9/9
যদিও পরিচালক এবং টিমের মুখে কুলুপ। তবে জানা যায়, নওয়াজউদ্দিন সিদ্দিকি নাকি ইতিমধ্যেই বোলপুরে এসে পৌঁছেছেন। পিযূষ মিশ্রকেও দেখা যেতে পারে ছবিতে।Image: Instagram