Arijit Singh Nick Name: প্লে ব্যাক ছাড়ছেন অরিজিৎ সিং, জিয়াগঞ্জের ছেলেকে আদর করে কী ডাকেন সকলে, জানেন? অরিজিৎ-এর ডাক নাম খুবই মিষ্টি
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
কেন এমন সিদ্ধান্ত তিনি নিলেন তাও বুঝছে উঠতে পারছেন না অরিজিৎ অনুগামীরা। ছবিতে গান না গাইলেও, সঙ্গীতের সাধনা এবং সঙ্গীত সৃষ্টির কাজ থেকে তিনি সরবেন না বলে স্পষ্টতই জানিয়েছেন অরিজিৎ।
advertisement
1/5

জিয়াগঞ্জ: প্লে ব্যাক ছাড়ছেন জিয়াগঞ্জ শহরের ছেলে সোমু অর্থাৎ গায়ক অরিজিৎ সিং। যা ইতি মধ্যেই ঘোষণা করে ফেসবুকে ও টুইট করেছেন খোদ অরিজিৎ সিং নিজেই। ২৯ মিলিয়ণ ফলোয়ার্স আছে অরিজিৎ এর। আর তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে থাকবেন তা ঘোষণা করতেই এখন মন খারাপের সুর অরিজিৎ সিংয়ের শহর জিয়াগঞ্জ বাসির মধ্যে। (কৌশিক অধিকারী)
advertisement
2/5
চা বিক্রেতা থেকে অরিজিৎ-এর বন্ধু, অনুগামী সকলেরই এখন মন ভারাক্রান্ত। কেন এমন সিদ্ধান্ত তিনি নিলেন তাও বুঝছে উঠতে পারছেন না অরিজিৎ অনুগামীরা। ছবিতে গান না গাইলেও, সঙ্গীতের সাধনা এবং সঙ্গীত সৃষ্টির কাজ থেকে তিনি সরবেন না বলে স্পষ্টতই জানিয়েছেন অরিজিৎ।
advertisement
3/5
লেখেন, 'পরিষ্কার বলছি, সঙ্গীতের কাজ বন্ধ করছি না'। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, এক অনুরাগী জানতে চান। হেসেই উড়িয়ে দেন অরিজিৎ। তবে আপাতত যে কাজগুলি হাতে রয়েছে, তা শেষ করবেন বলে জানান।
advertisement
4/5
কেন এমন সিদ্ধান্ত, তা খোলসা করেননি অরিজিৎ। তবে অনুরাগীদের প্রশ্নের উত্তরে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। একটি পোস্টে লেখেন, ‘এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ শুধু একটি নয়। একাধিক কারণ রয়েছে আমি অনেক দিন ধরেই এটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সাহসে কুলিয়ে উঠতে পরেছি। একটি কারণ হল, খুব তাড়াতাড়ি একঘেয়ে লাগতে শুরু করে আমার। যে কারণে একটি গানের ব্যবস্থাপনাও পাল্টাতে থাকি আমি। সেই মতো স্টেজে পারফর্ম করি। তাই বলা যেতে পারে, একঘেয়েমি এসে যায় তাড়াতাড়ি’। আর একটি পোস্টে অরিজিৎ লেখেন, ‘আর একটি কারণ হল, আমি চাই কোনও গায়ক আসুন এবং আমাকে সত্যিকারের অনুপ্রেরণা জোগান’।
advertisement
5/5
জিয়াগঞ্জের এক চা বিক্রেতা জানিয়েছেন, অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্তে আমাদের মন ভারাক্রান্ত। আমাদের শহরের প্রিয় সোমু আবার প্লে ব্যাক গানে ফিরে আসুন চাইছেন সকলেই ।