TRENDING:

Arijit Singh: যেন আমি নির্বাচনে জিতেছি! মাঝে মাঝে ফোন ছুড়ে ফেলে দিই, কেন এ কথা বলেন অরিজিৎ!

Last Updated:
Arijit Singh: অরিজিতের স্মৃতিচারণায়, ‘রিয়্যালিটি শো থেকে বেরিয়ে কলকাতা ফিরছি, বিমানবন্দরে নেমে দেখি, তিন হাজার মানুষ আমাকে স্বাগত জানানোর জন্য প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছেন। চমকে উঠেছিলাম!’’
advertisement
1/7
যেন আমি নির্বাচনে জিতেছি! মাঝে মাঝে ফোন ছুড়ে ফেলে দিই, কেন এ কথা বলেন অরিজিৎ!
বলিউডের প্রথম সারির গায়ক। জনপ্রিয়তার কোনও অন্ত নেই। বিশ্বব্যাপী তাঁর খ্যাতি। শিকড় অবশ্য এই বাংলাতেই। তাঁর ঝুলিতে অসংখ্য হিট গান। অরিজিৎ সিং এখনও থাকেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। আর পাঁচটি সাধারণ মানুষের মতোই সাদামাটা দিনযাপন তাঁর।
advertisement
2/7
কিন্তু একেকটি লাইভ শো-তে তাঁর টিকিটের মূল্য শুনে পিলে চমকে উঠবে মানুষের। ধনসম্পত্তির পরিমাণও অঢেল। কিন্তু কেবল নিজের ভোগের জন্য নয়, জিয়াগঞ্জের মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ।
advertisement
3/7
এ হেন অরিজিৎ একেকটি প্লেব্যাকের জন্য কত টাকা পারিশ্রমিক নেন জানেন? বছরখানেক আগে এক সাক্ষাৎকারে অরিজিৎ উত্তরে বলেন, ‘‘টাকা চার্জ করি না। যাঁর যেমন ইচ্ছে, আমায় দেন। তবে শো-এর জন্য আমার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে।’’
advertisement
4/7
হঠাৎ করে এত জনপ্রিয়তা, সামলান কীকরে অরিজিৎ? প্রশ্নের উত্তরে তিনি জানান, অনেক ছোট বয়সেই তিনি হঠাৎ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই ‘ফেম গুরুকুল’-এর সময় থেকেই।
advertisement
5/7
অরিজিতের স্মৃতিচারণায়, ‘রিয়্যালিটি শো থেকে বেরিয়ে কলকাতা ফিরছি, বিমানবন্দরে নেমে দেখি, তিন হাজার মানুষ আমাকে স্বাগত জানানোর জন্য প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছেন। চমকে উঠেছিলাম!’’
advertisement
6/7
‘‘তার পর কতজন আমাদের জিয়াগঞ্জের বাড়িতে এসে শুভেচ্ছা জানাতেন। মনে হত যেন আমি নির্বাচনে জিতেছি। ভাল লাগত খুব। কিন্তু খ্যাতি সামলাতে অসুবিধা হত। এখন মানুষ চিনতে পেরে জিজ্ঞাসা করেন, আপনি অরিজিৎ সিং না?’’
advertisement
7/7
‘‘আমি বলি, না না ভুল হচ্ছে আপনার। মাঝে মাঝে যখন আর পারি না ভিড় নিতে, তখন দূরে কোথাও চলে যাই। ফোন দূরে ছুড়ে ফেলে দিই। একা থাকি। কিন্তু কাজ তো কাজ। ফিরে আসতেই হয়। মুম্বই তো আর কাউকে ছেড়ে দেয় না।’’
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh: যেন আমি নির্বাচনে জিতেছি! মাঝে মাঝে ফোন ছুড়ে ফেলে দিই, কেন এ কথা বলেন অরিজিৎ!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল