Arijit Singh Awards: ২টি জাতীয় পুরস্কার পেয়েছেন, ঝুলিতে রয়েছে একাধিক সম্মান, অরিজিতের কাছে কী কী অ্যাওয়ার্ড আছে জানেন?
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
গায়কের ঝুলিতে আছে একাধিক পুরস্কার। পদ্মশ্রী থেকে জাতীয় পুরস্কার কি নেই তার ঝুলিতে। একনজরে দেখুন তার পুরস্কারের তালিকা।
advertisement
1/5

মুর্শিদাবাদের ভুমিপুত্র গায়ক অরিজিৎ সিং যার গোটা পৃথিবী সহ দেশ জুড়ে নাম। তবে তিনি যা ইতি মধ্যেই জানিয়েছেন তাতে মন ভারাক্রান্ত অরিজিৎ অনুগামীদের মধ্যে।
advertisement
2/5
ছবিতে আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না বলে জানিয়ে দিলেন তিনি। অরিজিৎ যেভাবে প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করলেন, তাতে কার্যতই ব্যাকুল হয়ে উঠেছেন তাঁর অনুরাগীরা। কেন ছবিতে আর গান গাইবেন না, তার কারণ যদিও খোলসা করেননি অরিজিৎ।
advertisement
3/5
তবে জানেন কি গায়কের ঝুলিতে আছে একাধিক পুরস্কার। পদ্মশ্রী থেকে জাতীয় পুরস্কার কি নেই তার ঝুলিতে। একনজরে দেখুন তার পুরস্কারের তালিকা।
advertisement
4/5
২০০৫ সালে রিয়্যালিটি শো 'ফেম গুরুকুলে' অংশ নেন অরিজিৎ। ২০১১ সালে বাংলা ছবি 'এগারো'তে 'আমাদের সূর্য মেরুন' গানটি গেয়েছিলেন। তবে নাম হয় 'বোঝে না সে বোঝে না' গানটি গেয়ে। ২০১১ সালে প্রথম বার হিন্দি ছবিতে গান গাওয়ার সুযোগ পান অরিজিৎ।
advertisement
5/5
'মার্ডার ২' ছবিতে 'ফির মহম্মত' গানটি বিপুল জনপ্রিয় হয়। এর পর অরিজিৎ এবং বলিউড কার্যত পরস্পরের সমার্থক হয়ে দাঁড়ায়। দু'দু'টি জাতীয় পুরস্কারও পান অরিজিৎ। ২০২৫ সালে তাঁকে 'পদ্মশ্রী' সম্মানে সম্মানিত করে কেন্দ্রীয় সরকার। এছাড়াও বিভিন্ন টেলিভিশন থেকে পুরস্কার এসেছে অরিজিতের কাছে।