TRENDING:

Arijit Singh Concert in Bengal: বাংলায় ফের অরিজিৎ, কমল টিকিটের দাম! কোথায়, কবে শুনতে পাবেন বলি গায়কের গান, জানুন

Last Updated:
Arijit Singh Concert in Bengal: কলকাতায় টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ৭৫ হাজার। সর্বনিম্ন দাম ছিল সাড়ে ৩ হাজার। তাও ভিড় একদমই কম হয়নি। প্রায় সমস্ত টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। এবার সুখবর, আবার বাংলার মানুষের সামনে গান গাইবেন অরিজিৎ।
advertisement
1/5
বাংলায় ফের অরিজিৎ, কমল টিকিটের দাম! কোথায়, কবে শুনতে পাবেন বলি গায়কের গান, জানুন
গত ১৮ ফেব্রুয়ারি। শহরজুড়ে হইহই পড়ে গিয়েছিল। কলকাতায় এসেছিলেন অরিজিৎ সিং। গান গেয়েছেন কত শত মানুষের সামনে। সেই উৎসাহে তার বেশ কয়েক সপ্তাহ আগে থেকে টিকিট কাটা চলেছে। আর তার পর সেই অনুষ্ঠান! ভিডিও ক্লিপে ক্লিপে ছয়লাপ গোটা সোশ্যাল মিডিয়া!
advertisement
2/5
কিন্তু অনেকেই অরিজিতের গান সামনাসামনি শুনতে পাননি। টিকিটের দাম এতই বেশি ছিল যে, সকল শ্রেণির মানুষের পক্ষে টিকিট কেটে অরিজিতের লাইভ শোনা সম্ভব হয়নি। তাই সেই আফশোসের কথা অনেক অরিজিৎ-প্রেমীই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
advertisement
3/5
টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ৭৫ হাজার। সর্বনিম্ন দাম ছিল সাড়ে ৩ হাজার। তাও ভিড় একদমই কম হয়নি। প্রায় সমস্ত টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। এবার সুখবর, আবার বাংলার মানুষের সামনে গান গাইবেন অরিজিৎ। গোটা বিশ্ব ঘুরে ঘুরে গান গাইছেন তিনি। বিভিন্ন শহরে লাইভ। কিন্তু বাংলায় দু’বার কনসার্ট করবেন বঙ্গসন্তান।
advertisement
4/5
এবার আর কলকাতা নয়, একেবারে উত্তরবঙ্গে চলে যাচ্ছেন গান গাইতে। আগামী ১ এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। কিন্তু এই তারিখ এখনও চূড়ান্ত হয়নি। জানা যাবে একদিনের মধ্যেই। গোটা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ মুখিয়ে রয়েছেন বলি গায়কের লাইভের জন্য।
advertisement
5/5
তবে এবার স্বস্তির খবর, টিকিটের দাম কলকাতার তুলনায় খানিক কম। ১৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টিকিটের মূল্য ৪৯ হাজার পর্যন্ত। তাই এবার অনেক অরিজিৎ-প্রেমী অরিজিৎকে সচক্ষে দেখবেন বলে আশা করে রয়েছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh Concert in Bengal: বাংলায় ফের অরিজিৎ, কমল টিকিটের দাম! কোথায়, কবে শুনতে পাবেন বলি গায়কের গান, জানুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল