TRENDING:

Arijit Singh Concert Fees: দু’ঘণ্টার লাইভ পারফরম্যান্সের জন্য ১৪ কোটি টাকা ! বলিউডে অরিজিৎ সিংয়ের মতো এত টাকা আর কোনও গায়কই পান না

Last Updated:
Arijit Singh Concert Fees: গায়ক রাহুল বৈদ্য সম্প্রতি এক সাক্ষাৎকারে এই আশ্চর্যজনক তথ্য প্রকাশ করেছেন। অরিজিৎ সিংয়ের সঙ্গীত প্রতিভা এবং তাঁর স্বভাব উভয়েরই প্রশংসা করেছেন রাহুল। তবে সেই সঙ্গে এও জানান যে অরিজিৎ সিং মঞ্চে ২ ঘণ্টা সঙ্গীত পরিবেশনার জন্য ১৪ কোটি টাকা নেন।
advertisement
1/7
দু’ঘণ্টার লাইভ পারফরম্যান্সের জন্য ১৪ কোটি টাকা ! অরিজিৎ সিংয়ের পারিশ্রমিকই সবচেয়ে বেশি
অরিজিৎ সিংয়ের কণ্ঠস্বর কোমল, তা কখনই উচ্চগ্রামে যায় না। কিন্তু তাঁর কনসার্ট ফিয়ের ব্যাপারটা একেবারে আলাদা। বলিউডের সবচেয়ে আবেগঘন গান পরিবেশনের জন্য পরিচিত এই প্রিয় গায়ক দুই ঘণ্টার লাইভ পারফরম্যান্সের জন্য ১৪ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা গিয়েছে।
advertisement
2/7
গায়ক রাহুল বৈদ্য সম্প্রতি এক সাক্ষাৎকারে এই আশ্চর্যজনক তথ্য প্রকাশ করেছেন। অরিজিৎ সিংয়ের সঙ্গীত প্রতিভা এবং তাঁর স্বভাব উভয়েরই প্রশংসা করেছেন রাহুল। তবে সেই সঙ্গে এও জানান যে অরিজিৎ সিং মঞ্চে ২ ঘণ্টা সঙ্গীত পরিবেশনার জন্য ১৪ কোটি টাকা নেন।
advertisement
3/7
এই বিশাল পারিশ্রমিক কেবল একজন শীর্ষ স্তরের ভারতীয় শিল্পী হিসেবেই নয়, বরং বিশ্বব্যাপী সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন হিসেবে অরিজিতের স্থানকে নির্দিষ্ট করেছে। তবে, এত সাফল্য, এত বিত্ত সত্ত্বেও খুব সাধারণ ভাবেই জীবনযাপন করেন শিল্পী।
advertisement
4/7
জনসাধারণের দৃষ্টির বাইরে থাকলেও অরিজিতের সম্পদ কিন্তু নজরকাড়া। তাঁর আনুমানিক মোট সম্পদের পরিমাণ ৪১৪ কোটি টাকা। নবি মুম্বইতে ৮ কোটি টাকার বাড়ি, ৩.৪ কোটি টাকারও বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির সংগ্রহ, যার মধ্যে একটি রেঞ্জ রোভার এবং একটি মার্সিডিজও রয়েছে। তিনি কোকা-কোলা এবং স্যামসাংয়ের মতো বিশ্বব্যাপী ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করেন।
advertisement
5/7
এ হেন অরিজিৎ ফের একটি মাইলফলক গড়তে প্রস্তুত। ৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে অরিজিৎ প্রথম ভারতীয় গায়ক হিসেবে যুক্তরাজ্যের লন্ডনের আইকনিক টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন। ব্রিটেনে তাঁর শেষ মঞ্চ পরিবেশনা ২০২৪ সালে ও২ এরিনায়। বিশ্বব্যাপী সুপারস্টার এড শিরিনও অরিজিতের সঙ্গে মঞ্চে এক ডুয়েটে যোগ দেন ওই অনুষ্ঠানে।
advertisement
6/7
অরিজিৎ স্ট্রিমিং প্ল্যাটফর্মেও বিভিন্ন রেকর্ড ভেঙেছেন। সম্প্রতি তিনি স্পটিফাইতে সর্বাধিক ফলোয়িং আর্টিস্ট রূপে স্বীকৃতি পেয়েছেন। তাঁর ফলোয়ার সংখ্যা ১৪ কোটি অতিক্রম করেছে। ইংরেজিতে গান না গেয়েও অরিজিৎ টেলর সুইফট, এড শিরিন এবং আরিয়ানা গ্র্যান্ডের মতো চার্ট-টপারদের পিছনে ফেলে দিয়েছেন।
advertisement
7/7
বছরের পর বছর ধরে অরিজিৎ সিনেমার গানকে এক অন্য মাত্রা দিয়ে চলেছেন। আশিকি ২-এর ‘তুম হি হো’, অ্যায় দিল হ্যায় মুশকিলের ‘চন্না মেরেয়া’, ব্রহ্মাস্ত্রের ‘কেসরিয়া’ এবং বরফির ‘ফির লে আয়া দিল’-এর মতো গানের মাধ্যমে তাঁর কণ্ঠ রোম্যান্টিকতার প্রতীক হয়ে উঠেছে। মন খারাপের দিন হোক বা আনন্দের উদযাপন, অরিজিৎ সব গানেই সমান পারদর্শী, হৃদয়স্পর্শী তো বটেই!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh Concert Fees: দু’ঘণ্টার লাইভ পারফরম্যান্সের জন্য ১৪ কোটি টাকা ! বলিউডে অরিজিৎ সিংয়ের মতো এত টাকা আর কোনও গায়কই পান না
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল