TRENDING:

Actress Love Story: ৭ বছরের ছোট পুরুষের সঙ্গে সহবাস, এক রাতেই মধ্যেই লুকিয়ে বিয়ের সিদ্ধান্ত! অর্চনা পুরন সিং-পরমিত শেঠির জবরদস্ত প্রেম কাহিনি

Last Updated:
Archana Puran Singh-Parmeet Sethi Love Story: বিয়ের আগে তাঁদের ৪ বছরের সম্পর্ক ছিল৷ একদিন রাত ১১টায় হঠাৎ তাঁরা সিদ্ধান্ত নেন বিয়ের৷
advertisement
1/7
৭ বছরের ছোট পুরুষের সঙ্গে সহবাস, এক রাতেই মধ্যেই লুকিয়ে বিয়ের সিদ্ধান্ত!
কপিশ শর্মা শো আলো করে থাকেন অর্চনা পুরন সিং৷ তিনি না হাসলে যেন শোয়ের জৌলুসই আসে না৷ এর আগে অর্চনা বহু চরিত্রে অভিনয় করেছেন ঠিকই, কিন্তু কপিল শর্মা শো তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে৷ কর্মজীবনের মতো নানা চড়াই উৎরাই দিয়ে গিয়েছে তাঁর ব্যক্তিগত জীবনও৷ ৭ বছরের ছোট পরমিত শেঠিকে গোপনে বিয়ে করেন অর্চনা৷ এমনকী সেই বিয়ের খবর বহুদিন ছিল নজরের আড়ালে৷
advertisement
2/7
গতকাল ছিল পরমিত শেঠির জন্মদিন৷ স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পুরনো ছবি পোস্ট করেন অর্চনা৷ একসঙ্গে এভাবে আরও জন্মদিন কাটানোর প্রতিশ্রুতিও দেন তিনি৷ যদিও নিজের জন্মদিন পালনের জন্য মুম্বইতে ছিলেন না পরমিত৷ অর্চনার পোস্ট থেকেই সেটা স্পষ্ট৷
advertisement
3/7
'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে', 'বোল বচ্চন'-এর মতো ছবিতে দেখা গিয়েছে পারমিত শেঠিকে৷ টেলিভিশন শো পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনি। ১৯৯২ সালে বিয়ে করেন এই দম্পতি৷ বলিউডে তাঁদের অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন রসায়নের খুবই প্রশংসিত। 'কপিল শর্মা কা শো'-এর জন্য আপাতত বড়পর্দা থেকে কিছু সময় বিরতি নিয়েছেন অর্চনা৷ মানে তাঁকে সেভাবে ছবিতে দেখা যায় না৷ এমনকী অন্য কোনও সিরিয়ালেও তাঁদের দেখা যায় না অর্চনাকে৷
advertisement
4/7
৩০ বছর আগে বিয়ে হয় এই দম্পতির। বিয়ের আগে তাঁদের ৪ বছরের সম্পর্ক ছিল৷ সহবাস করতেন তাঁরা৷ যদিও তাঁদের মধ্যে বয়সের পার্থক্যের জন্য বিয়ের বিষয় কিছুটা সন্দিহান ছিলেন দু’জনে৷ প্রথমে তাঁরা বিয়ের কথা ভাবেননি৷ যদিও পরে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন৷পাত্রীর বয়সে বড়, ফলে পাত্র পক্ষের এই বিয়ে নিয়ে আপত্তি ছিল৷ পরমিতের পরিবারের আপত্তি ছিল এই বিয়েতে এবং তাঁকে বিয়ের ব্যাপারে নিষেধ করা হয়েছিল৷ অর্চনা জানান যে পারমিত শেঠির বাবা-মা এই বিয়ের বিরুদ্ধে ছিলেন। তিনি অর্চনাকে অভিনেত্রী হিসেবে পছন্দ করতেন না। তাই তিনি এই বিয়ে প্রত্যাখ্যান করেন। কিন্তু পারমিত অর্চনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এর জন্য তিনি তার পরিবারের বিরুদ্ধে গিয়েছিলেন। এমনকি তারা দুজনেই তাদের বিয়ের বিষয়টি চার বছর গোপন রেখেছিলেন।
advertisement
5/7
অর্চনার প্রথম বিয়ে ব্যর্থ হয়েছিল, তারপরে তিনি এতটাই বিধ্বস্ত হয়েছিলেন যে তিনি প্রেম এবং বিয়ের মতো সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। কিন্তু পরমিতের সঙ্গে আলাপের পরই তাঁর জীবন বদলে যায়৷ একটি অনুষ্ঠানে দেখা হয় দুজনেরই। একবার অর্চনা সিং বলেছিলেন, 'একটি পার্টিতে পারমিতের সঙ্গে দেখা হয়েছিল। আমি তখন একটি পত্রিকা পড়ছিলাম এবং তাঁরা আমার হাত থেকে পত্রিকাটি ছিনিয়ে নিয়েছিল কারণ তারা এটি অন্য কাউকে দিতে চেয়েছিল এবং তাঁরা আমাকে জিজ্ঞাসাও করেনি। আমি মারাত্মক রেগে যাই। কিন্তু পরের মুহুর্তে তিনি সরি বলাতেই আমার আচরণ বদলে যায়৷ তারপর থেকেই আমাদের প্রেম শুরু৷
advertisement
6/7
খুব তাড়াহুড়ো করে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন৷ রাত ১১টায় হঠাৎ তাঁরা সিদ্ধান্ত নেন বিয়ের৷ সেই রাতেই অর্চনা-পরমিত পন্ডিত খুঁজতে গিয়েছিলেন। পন্ডিত জির শুধু জিজ্ঞাসা করেন যে তাঁরা বাড়ি থেকে পালিয়ে এসেছেন কিনা এবং অর্চনা প্রাপ্তবয়স্ক কিনা! এর উত্তরে পরমিত বলেন যে পাত্রী তাঁর থেকেও বড়!এভাবে বিয়ে দিতে আপত্তি করেন পন্ডিতজি৷ যদিও তাঁকে টাকা দিয়ে পরদিন সকাল ১১টায় বিয়ে করেন অর্চনা-পরমিত।
advertisement
7/7
আপাতত সুখে সংসার করছেন তারকা এই দম্পতি৷ ২ সন্তান রয়েছে তাঁদের৷ মাড আইল্যান্ডে প্রসাদোপম বাড়ি রয়েছে তাঁদের৷ মাঝে মধ্যেই এই বাড়ির ছবি পোস্ট করেন অর্চনা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actress Love Story: ৭ বছরের ছোট পুরুষের সঙ্গে সহবাস, এক রাতেই মধ্যেই লুকিয়ে বিয়ের সিদ্ধান্ত! অর্চনা পুরন সিং-পরমিত শেঠির জবরদস্ত প্রেম কাহিনি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল