TRENDING:

Aishwarya Rai Bachchan Sindoor Look: সিঁথির এপার-ওপার চওড়া সিঁদুর! স্বামীর মনে অন্য নারী থাকতেই পারে না, নিন্দুকদের সপাটে চড় বচ্চন বৌমার! বহাবা অন্য সেলিব্রিটিদের

Last Updated:
Aishwarya Rai Bachchan at Cannes: তিনি রেড কার্পেটে পা রাখতেই পড়ল হইচই৷ কারণ তাঁর সিঁথির সিঁদুর! তিনি বিবাহিত৷ ফলে তিনি সিঁদুর তো পরবেনই৷ কিন্তু এভাবে কখনও প্রকাশ্যে সিঁদুর পরতে দেখা যায়নি তাঁকে৷
advertisement
1/6
সিঁথির চওড়া সিঁদুর!স্বামীর মনে অন্য নারী নেই,নিন্দুকদের সপাটে চড় ঐশ্বর্যর!বহাবা তারকাদের
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে শেষ ল্যাপে হাজির অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন৷ তিনি রেড কার্পেটে পা রাখতেই পড়ল হইচই৷ কারণ তাঁর সিঁথির সিঁদুর! তিনি বিবাহিত৷ ফলে তিনি সিঁদুর তো পরবেনই৷ কিন্তু এভাবে কখনও প্রকাশ্যে সিঁদুর পরতে দেখা যায়নি তাঁকে৷
advertisement
2/6
দীর্ঘদিন লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কানে উপস্থিত হতেন ঐশ্বর্য৷ এবারও তাকে ঠিক একই রকম রজকীয় দেখাচ্ছিল৷ কিন্তু এই সিঁদুর দেখে অনেকে অনেক প্রশ্ন করছেন৷ তাঁর এবং অভিষেকের সম্পর্কের ভাঙন নিয়ে প্রচুর গুঞ্জন চলছিল৷ কোথাও কী সেই নিন্দুকদের গালে জোর থাপ্পড় মারলেন বচ্চন বাড়ির বৌমা?
advertisement
3/6
তিনি বুঝিয়ে দিলেন যে তাঁর মতো সুন্দরীকে ছেড়ে তাঁর স্বামীর অন্য কোনও মহিলার প্রতি মন দেওয়া সম্ভবই নয়৷ কারণ ২০ বছরের বেশি তিনি কান উৎসবে আসছেন এবং বারবার তিনি তাঁর সৌন্দর্যের ডালি সাজিয়ে ধরছেন ক্যামেরার সামনে!
advertisement
4/6
অভিনেত্রী গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ভক্তরা আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন, তার নাম ধরে ডাকতে শুরু করেন এবং উত্তেজনায় ছবি তুলতে শুরু করেন। অভিনেত্রী তাদের উষ্ণ হাসি এবং হাত নাড়িয়ে অভ্যর্থনাও জানান।
advertisement
5/6
একই সঙ্গে দেশের অপরেশন সিঁদুরকে সম্মান জানাতেও এভাবে সিঁথিতে সিঁদুর পরেছেন ঐশ্বর্য৷ এমনও বলছেন অনেক বিশেষজ্ঞ৷
advertisement
6/6
ঐশ্বর্যের এই লুক দেখে তাঁর ফ্যানরা যেমন মুগ্ধ, তেমনই তাঁকে প্রসংশায় ভরিয়ে দিয়েছেন বলিউড সেলিব্রিটিরা৷ অনুষ্কা শর্মা থেকে বানি কাপুর, ভূমি পেডনেকর, রিচা চড্ডা সকলেই প্রাক্তন বিশ্ব সুন্দরীর এই সাজকে বাহবা জানিয়েছেন৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aishwarya Rai Bachchan Sindoor Look: সিঁথির এপার-ওপার চওড়া সিঁদুর! স্বামীর মনে অন্য নারী থাকতেই পারে না, নিন্দুকদের সপাটে চড় বচ্চন বৌমার! বহাবা অন্য সেলিব্রিটিদের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল