TRENDING:

অভিনেত্রীর সদ্যোজাত সন্তানের 'গডফাদার' হলেন পরিচালক ! এ কেমন সম্পর্ক?

Last Updated:
advertisement
1/6
অভিনেত্রীর সদ্যোজাত সন্তানের 'গডফাদার' হলেন পরিচালক ! এ কেমন সম্পর্ক?
সদ্য মা হয়েছেন এই সুরভিন চাওলা৷ এই অভিনেত্রীকে বোল্ড সিনেই বেশি দেখেছেন দর্শক৷ হেট স্টোরিতে বেশ সাহসী অবতারেই নিজেকে মেলে ধরেছিলেন সুরভিন৷ এছাড়াও তিনি অভিনয় করেছেন আগলি, পার্চড৷ সেক্রেড গেমস সিরিজেও ছিলেন সুরভিন৷ তবে আপাতত কিছুদিন সব কাজ থেকে ছুটি নিয়েছেন তিনি৷ Photo Courtesy: Instagram
advertisement
2/6
মা হয়েছেন৷ এখন সময় কাটাবেন মেয়ের সঙ্গে৷ মেয়ের নাম দিয়েছেন ইভা৷ এত পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এহেন ছোট্ট ইভাকে কোলে তুলে পরিচালক অনুরাগ কাশ্যপের দাবি যে তিনি নাকি গডফাদার হলেন! Photo Courtesy: Instagram
advertisement
3/6
ফিল্ম ইন্ডাস্ট্রতে গডফাদার শব্দটি খুবই প্রচলিত৷ তবে গডফাদার শব্দটি খানিক নেতিবাচক অর্থেই ব্যবহার করা হয়৷ বলা হয় ইন্ডাস্ট্রিতে গডফাদার না থাকলে প্রতিষ্ঠা পাওয়া মুশকিল৷ আর পরিবর্তে এহেন গডফাদার নানাভাবে নানারকম সুবিধা নিতে পারেন৷ যার সঙ্গে আপোষ করেই এগিয়ে যেতে হয়৷ Photo Courtesy: Instagram
advertisement
4/6
তাহলে কেন নিজেকে এভাবে ছোট্ট ইভার গডফাদার বললেন অনুরাগ? কীসের অভিসন্ধি তার?উত্তর দিলেন ইভার মা সুরভিন৷ hoto Courtesy: Instagram
advertisement
5/6
তিনি নিজেই অনুরাগের এই কথায় সায় দিলেন৷ আসলে অনুরাগের সঙ্গে সুরভিনের খুবই মধুর সম্পর্ক৷ অনুরাগের সঙ্গে অনেক কাজ করেছেন তিনি৷ অনুরাগও ভীষণ পছন্দ করেন সুরভিনের অভিনয়৷ তাই তার মেয়েও অনুরাগের খুব কাছের৷ Photo Courtesy: Instagram
advertisement
6/6
তিনি একেবারে বাড়ির বড় সদস্য হিসেবেই ইভাকে কোলে তুলে নিয়েছেন এবং ইভার দায়িত্বও রয়েছে অনুরাগের কাধে৷ এমনই বলতে চেয়েছেন অনুরাগ৷ তাই ইন্ডাস্ট্রিতে যেমন নায়ক বা নায়িকারদের মাথায় হাত থাকে গডফাদারের, তেমনই ইভার মাথায়ও সর্বদা থাকবে অনুরাগের হাত৷ এটাই তো স্বাভাবিক! Photo Courtesy: Instagram
বাংলা খবর/ছবি/বিনোদন/
অভিনেত্রীর সদ্যোজাত সন্তানের 'গডফাদার' হলেন পরিচালক ! এ কেমন সম্পর্ক?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল