Adrija Marriage: পর্দায় বহুবার বিয়ে, এবার বাস্তবে! কার সঙ্গে বাগ্দান অদ্রিজা রায়ের?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Adrija Marriage: বছরের শুরুতেই টলিপাড়ায় একের পর এক বিয়ের খবরে চর্চা তুঙ্গে। সরস্বতী পুজোর দিনে অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ের খবরের রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও এক সুখবর।
advertisement
1/7

বছরের শুরুতেই টলিপাড়ায় একের পর এক বিয়ের খবরে চর্চা তুঙ্গে। সরস্বতী পুজোর দিনে অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ের খবরের রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও এক সুখবর।
advertisement
2/7
এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অদ্রিজা রায়। বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ অদ্রিজা বর্তমানে পাকাপাকি ভাবে মুম্বইয়ে বসবাস করছেন।
advertisement
3/7
হিন্দি মেগা সিরিয়াল ‘অনুপমা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। পর্দায় বহুবার বিয়ের দৃশ্যে দেখা গেলেও, বাস্তব জীবনে এ বারই প্রথম এমন বড় সিদ্ধান্ত নিতে চলেছেন অভিনেত্রী।
advertisement
4/7
খবর অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি বাগ্দান সারতে চলেছেন অদ্রিজা। পাত্রের নাম বিগ্নেশ আইয়ার—তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন এবং দক্ষিণ ভারতীয় পরিবারের সদস্য। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই ঘরোয়া আয়োজনে সম্পন্ন হবে এই বাগ্দান অনুষ্ঠান।
advertisement
5/7
জানা গিয়েছে, গত বছরের মে মাসে এক বন্ধুর পার্টিতে প্রথম আলাপ হয় অদ্রিজা ও বিগ্নেশের। সেখান থেকেই শুরু কথোপকথন, যা পরে ইনস্টাগ্রামে নিয়মিত আলাপচারিতায় রূপ নেয়। জুন মাসে প্রথমবার ডেটে যান তাঁরা। সেই সময়ই নাকি অদ্রিজার মনে হয়, বিগ্নেশই তাঁর জীবনের সঠিক সঙ্গী।
advertisement
6/7
অদ্রিজা নিজেই জানিয়েছেন, তিনি বরাবরই অভিনয় দুনিয়ার বাইরের কাউকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন। যদিও চলতি বছরে সামাজিক বিয়ে করছেন না এই অভিনেত্রী।
advertisement
7/7
বাগ্দান সেরে রাখলেও, আরও এক-দু’বছর পর বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তখন বাঙালি ও দক্ষিণী—দু’পরিবারের রীতি মেনেই হবে বিবাহ অনুষ্ঠান।