Anupam Roy-Prashmita Paul Wedding: অনুপমের সঙ্গে বিয়েতে কোন শাড়ি পরলেন প্রস্মিতা? বিয়ের মেনু নিয়ে কী বললেন গায়িকা!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Anupam Roy-Prashmita Paul Wedding: বিয়ে করতে যাওয়ার আগে নিউজ18 বাংলার সঙ্গে কথা বললেন কনে প্রশ্মিতা। গায়িকা জানালেন, বেনারসিতে সেজেছেন তিনি। উল্টোদিকে বরের পরনে আজ বাঙালি পুরুষদের সেরা পোশাক, পাঞ্জাবী।
advertisement
1/5

আইনি বিয়ে সারলেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। দক্ষিণ কলকাতার একটি হলে গায়ক-গায়িকার বিশেষ দিন পালিত হচ্ছে এই মুহূর্তে। অন্তরঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কাছের মানুষদের নিয়ে।
advertisement
2/5
অনুপম এবং প্রশ্মিতার পরিবার এবং বন্ধুবান্ধব উপস্থিত হয়েছেন সেখানে। তাঁদের আশীর্বাদ নিয়েই সই করে একে অপরের সঙ্গে সারাজীবন কাটানোর প্রতিশ্রুতি নিলেন তারকারা। টলিউডের নতুন তারকা দম্পতিকে একসঙ্গে দেখতে অধীর আগ্রহে বসে ভক্তরা।
advertisement
3/5
বিয়ে করতে যাওয়ার আগে নিউজ18 বাংলার সঙ্গে কথা বললেন কনে প্রশ্মিতা। গায়িকা জানালেন, বেনারসিতে সেজেছেন তিনি। উল্টোদিকে বরের পরনে আজ বাঙালি পুরুষদের সেরা পোশাক, পাঞ্জাবী। তবে রংটি এখনই খোলসা করতে চাইলেন না কনে।
advertisement
4/5
প্রশ্মিতা জানালেন, ‘‘আমরা ছবি দেব, তখনই জানুক সকলে। রংটা রহস্যই থাক।’’ সাড়ে ৭টার দিকে বিয়ে সারার কথা ছিল তাঁদের। প্রশ্মিতার কথায় জানা গেল, তাঁদের বিয়ের মেন্যুতে সবটাই বাঙালি খাবারের পদ রয়েছে। মাছে, ভাতে, মাংসে, মন ভরে পেটপুজো করবেন অতিথিরা।
advertisement
5/5
অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী মাস কয়েক আগেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সেরেছেন। তা নিয়ে মাসখানেক ধরে চর্চা চলেছে। এবার কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে প্রস্মিতার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অনুুপম।