Anupam Roy-Prashmita Paul First Pic: দম্পতির প্রথম ছবি! ‘সোহাগে আদরে’ বউকে আলিঙ্গন অনুপমের, দুধে-আলতা বেনারসিতে ফুটফুটে প্রস্মিতা, গায়ক লিখলেন, ‘নতুন করে...’
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Anupam Roy-Prashmita Paul First Pic: নবদম্পতি হিসেবে প্রকাশ্যে টলিউডের জনপ্রিয় গায়ক-গায়িকা। নতুন বউকে আলিঙ্গন করে ছবি তুলেছেন অনুপম। পোস্টটির ক্যাপশনে কেবল লেখা, ‘নতুন করে’।
advertisement
1/5

আইনি বিয়ে সারলেন অনুপম রায় এবং প্রস্মিতা পাল। দক্ষিণ কলকাতার নামী ক্লাবে গায়ক-গায়িকা গাঁটছড়া বাঁধলেন শনিবার। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সইসাবুদের বিয়ে হল তারকাদের। অন্তরঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাছের মানুষদের নিয়ে।
advertisement
2/5
গায়ক বিয়ে সেরেই প্রথম ছবিটি পোস্ট করলেন। নবদম্পতি হিসেবে প্রকাশ্যে টলিউডের জনপ্রিয় গায়ক-গায়িকা। নতুন বউকে আলিঙ্গন করে ছবি তুলেছেন অনুপম। পোস্টটির ক্যাপশনে কেবল লেখা, ‘নতুন করে’।
advertisement
3/5
অনুপম এবং প্রস্মিতার সাজ দেখে মুগ্ধ ভক্তরা। গোলাপি পাঞ্জাবী এবং গোলাপি বেনারসিতে নজরকাড়া বর-কনে। ফুল দিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর।
advertisement
4/5
বিয়ে করতে যাওয়ার আগে নিউজ18 বাংলাকে প্রস্মিতা বলেছিলেন, ‘‘আমাদের বিয়েতে মেনুতে বাঙালি খাবার রাখা হয়েছে। মাছ, মাংস তো ভর্তি থাকবেই। বাঙালি বলে কথা।’’
advertisement
5/5
অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী মাস কয়েক আগেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সেরেছেন। তা নিয়ে মাসখানেক ধরে চর্চা চলেছে। এবার কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে প্রস্মিতার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অনুুপম।