Anupam-Piya-Parambrata: 'তুমি অন্য কারও...'! অনুপমের সামনেই পরমের হাতে হাত হবু মা পিয়ার, সকলের সমানে স্ত্রীকে যা বললেন অভিনেতা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Anupam-Piya-Parambrata: একই মঞ্চ প্রাক্তন-বর্তমান! পরম (Parambrata Chatterjee)-অনুপম(Anupam Roy) স্টেজে আর দর্শন আসনে পিয়া(Piya Chakraborty)! এরকমই এক ছবি ধরা পড়ল এসভিএফ আর হইচই-এর অনুষ্ঠান 'গল্পের পার্বণ'-এ।
advertisement
1/6

একই মঞ্চ প্রাক্তন-বর্তমান! পরম-অনুপম স্টেজে আর দর্শন আসনে পিয়া! এরকমই এক ছবি ধরা পড়ল এসভিএফ (SVF) আর হইচই (Hoichoi)-এর অনুষ্ঠান 'গল্পের পার্বণ'-এ।
advertisement
2/6
এক জায়গায় থাকলেও, দেখাই করলেন না অনুপম আর পিয়া। দুজনেই বসেছিলেন হোটেলের বিশাল হলঘরের দুই প্রান্তে। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)-র সঙ্গে এসেছিলেন পিয়া। বর্তমানে তাঁরা বিবাহিত। পিয়া সন্তানসম্ভবা।
advertisement
3/6
অনুপমের সঙ্গে আসেননি তাঁর স্ত্রী প্রশ্মিতা। একাই এসেছিলেন অনুপম। এদিন অনুষ্ঠানের সঞ্চালনা করেছিলেন পরমব্রত। মঞ্চ থেকেই তিনি পিয়াকে 'হাই' বলেন। পিয়া অবশ্য কী উত্তর দিলেন, তা শোনা গেল না। অন্যদিকে, একেবারে উল্টোদিকে বসেছিলেন অনুপম।
advertisement
4/6
পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার বিবাহের বছর ঘুরেছে। আর এখন, সন্তানের কোলে আসার প্রত্যাশায় রয়েছেন তাঁরা। অন্যদিকে, গত বছর অনুপমও বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী প্রশ্মিতাকে। সদ্যই, প্রশ্মিতা আর অনুপম একটি গান বেঁধেছেন একসঙ্গে।
advertisement
5/6
'গল্পের পার্বণ ১৪৩২'-এ ঘোষণা করা হয়েছে একগুচ্ছ সিনেমা ও ওয়েব সিরিজের। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'ভোগ' সিরিজে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya) ও পার্ণো মিত্র (Parno Mitra)।
advertisement
6/6
এছাড়াও আসছে পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ নিকষছায়া ২। এই সিরিজে এবার যোগ দিচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। মুখ্যভূমিকায় দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)-কে। এছাড়াও থাকছেন সুরঙ্গনা ও অনিন্দিতা।