Parambrata Chatterjee-Piya Chakraborty: অনুপমদা জানত বিয়ের কথা, বলেছিল... পরম-পিয়ার বিবাহ অনুষ্ঠান থেকে পর্দাফাঁস ঋতব্রতর
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Parambrata Chatterjee-Piya Chakraborty: পরমব্রত-পিয়ার বিয়ের খবর চাউর হতেই চারদিকে কটাক্ষ এবং সমালোচনার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। তা নিয়ে কি চিন্তিত ছিলেন বর-কনে?
advertisement
1/10

টলিউডে সানাই যেন থামছেই না। সবথেকে চর্চিত জুটির বিয়ে হয়ে গেল গতকাল, সোমবার সন্ধ্যায়। পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। যাঁদের প্রেম নিয়ে ফিসফাস গুঞ্জন ছিল গত দু’বছর ধরেই। হঠাৎ গতকাল সকলকে চমকে দিয়ে চারহাত এক করলেন পরম-পিয়া।
advertisement
2/10
২০২১ সালে ছ’বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন গায়ক অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। তখন বিচ্ছেদের কারণ হিসেবে তৃতীয় ব্যক্তির প্রসঙ্গ উঠে আসে। কানাঘুষো শোনা যায় পরমব্রতর নাম। তার দু’বছরের মধ্যে বিয়ে করলেন পরম-পিয়া।
advertisement
3/10
বিয়ের সকালে নিমন্ত্রিত ছিলেন ঋতব্রত মুখোপাধ্যায়। নিউজ18 বাংলার সঙ্গে কথা বলার সময়ে বিয়ের অন্দরমহলের কথা জানালেন তরুণ অভিনেতা। জানা গেল, ঋতব্রত ছাড়া অনুষা বিশ্বনাথন নিমন্ত্রিত ছিলেন বিয়ের সকালে। এছাড়া ইন্ডাস্ট্রির আর কেউ ছিলেন না অতিথি তালিকায়।
advertisement
4/10
দেশবিদেশ থেকে পরিবারের মানুষেরা উপস্থিত হয়েছিলেন। বর-কনের অভিভাবকেরাও খুব খুশি। সই করলেন যুগল। ঘনিষ্ঠদের সামনে সম্পন্ন হল শুভ পরিণয়। রাতে তাঁদের জন্য সাড়ম্বরে রিসেপশন পার্টি। েসখানে অবশ্য অতিথি তালিকাটি বেশ ছিল।
advertisement
5/10
ঋতব্রত বললেন, ‘‘আমরা খুব আনন্দ করেছি। খুব ছোট করে ঘরোয়া অনুষ্ঠান হয়েছে। দুপুরে বাড়িতেই ভাত, ডাল, মাছ এবং মাংস রান্না করে পেটপুজো করেছি আমরা। চাটনি এবং মিষ্টিও ছিল।’’ তবে গানবাজনা-নাচানাচি কিছুই হয়নি।
advertisement
6/10
পরমব্রত-পিয়ার বিয়ের খবর চাউর হতেই চারদিকে কটাক্ষ এবং সমালোচনার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। তা নিয়ে কি চিন্তিত ছিলেন বর-কনে?
advertisement
7/10
ঋতব্রতর কথায়, ‘‘যা-ই করা হবে, মানুষ কথা বলবে। যাঁদের খবর করার, তাঁরা করছেন, যাঁদের মিম বানানোর কাজ, তাঁরা সেটা করছেন। এটা জানা ছিল সকলেরই। সোশ্যাল মিডিয়া কী বলবে, সেটা ভেবে যদি থেমে থাকতে হয়, তাহলে জীবনে কিছুই করা যাবে না। তাই কেউই আর কিছু ভাবেনি এই বিষয় নিয়ে।’’
advertisement
8/10
তাঁর কথাতেই জানা গেল, বিয়ের বেশ খানিক আগেই অনুপম রায়কে জানানো হয়েছিল। একা পিয়া জানিয়েছেন, নাকি পরমব্রতও জানিয়েছেন, সেই বিষয়ে ঋতব্রত ওয়াকিবহাল নন।
advertisement
9/10
তবে তিনি জানালেন, গতকাল অনুপমের সঙ্গে কোনও কথা না হলেও আগেই তাঁকে সব জানানো হয়েছিল। ঋতব্রতর কথায় জানা গেল, অনুপম নাকি বলেছেন, ‘‘এটা তো গুড নিউজ (সুখবর)। অভিনন্দন জানাই।’’
advertisement
10/10
মঙ্গলবারই নববধূ পিয়াকে ছুটতে হয়েছে হাসপাতালে। বেশ কিছুদিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যা চলছিল। বিয়ে মিটতেই পিয়া চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছেন। কিডনি স্টোনের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন পিয়া। অস্ত্রোপচার হওয়ার কথা ছিল মঙ্গলবার।