Anupam Roy and Prashmita Paul Wedding: অনুপম-প্রস্মিতার বিয়েতে বসবে চাঁদের হাট! ইন্ড্রাস্টির কে কে হাজির থাকবেন? দেখে নিন
- Published by:Sayani Rana
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
Anupam Roy and Prashmita Paul Wedding: আবার বিয়ে করছেন অনুুপম রায়। গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে শুরু করছেন জীবনের নতুন ইনিংস। জানা গিয়েছে, আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন গায়ক। ইন্ড্রাস্টির কে কে হাজির থাকবেন অনুপম-প্রস্মিতার বিয়েতে?
advertisement
1/7

আবার বিয়ে করছেন অনুুপম রায়। গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে শুরু করছেন জীবনের নতুন ইনিংস। জানা গিয়েছে, আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন গায়ক।
advertisement
2/7
প্রস্মিতা-অনুপমের বিয়ের আসর বসবে কলকাতার নামী এক বিলাস বহুল ক্লাবে। কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে প্রস্মিতার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অনুুপম।
advertisement
3/7
আইনি ভাবে বিয়ে সারবেন তাঁরা। তবে সাজ-পোশাকে থাকবে সাবেকি ছোঁয়া। অনুপমের পরনে থাকবে পঞ্জাবি, অন্যদিকে প্রস্মিতা সেজে উঠবেন বেনারসীতে। সাবেকি সাজে সাজবেন জুটি।
advertisement
4/7
মেনুতেও বজায় থাকবে বাঙালিআনা। কাছের আত্মীয়-পরিজনদের যেমন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তেমনি উপস্থিত থাকবেন ইন্ড্রাস্টির কাছের কিছু বন্ধুও।
advertisement
5/7
ইন্ড্রাস্টির কে কে হাজির থাকবেন অনুপম-প্রস্মিতার বিয়েতে? এই বিষয়ে নিউজ ১৮ বাংলা প্রস্মিতাকে প্রশ্ন করলে তিনি জানান, অনুপমের কাছের বন্ধু সৃজিত মুখোপাধ্যায় থাকছেন।
advertisement
6/7
তাছাড়া উপস্থিত থাকবেন অনিন্দ চট্টোপধ্যায়, উপল সেনগুপ্ত।
advertisement
7/7
প্রসঙ্গত, গানের মধ্যে দিয়েই শুরু হয় প্রস্মিতা-অনুপমের প্রেম। তাঁদের প্রেম নিয়ে চর্চা ছিল বহু আগে থেকেই। তবে প্রেমের বিষয়ে কখনও কোনও মন্তব্য করেননি তাঁরা। তবে এবার তাঁরা শুরু করতে চলেছেন নতুন সংসার।